বিনোদন ডেস্ক : গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি টিম তাদের নতুন মহাকাশযান এম’বাকুতে চড়ে কাউন্টার আর্থ নামে একটি গ্রহে এসে পৌঁছায়। যেখানে কিছু আশ্চর্য ধরনের মানুষসদৃশ প্রাণীর দেখা মেলে। যাদের তৈরি করেছে উচ্চ বিবর্তনবাদী হিসেবে পরিচিত এক দুষ্ট বিজ্ঞানী। মার্বেল কমিকসে এই বিজ্ঞানী একজন সাধারণ মানুষ হলেও জন্তু-জানোয়ারের ওপর গবেষণা করে তাদের হাইব্রিড বানানোর চেষ্টা করত। অর্থাৎ জন্তু-জানোয়ারকেও মানুষের মতো তৈরির চেষ্টা করত। আর একটা সময়ে এসে সে কাউন্টার আর্থে স্থানান্তরিত হয়।
প্রশ্ন হলো, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি টিম এই গ্রহে কেন এসেছেু রকেট রাকুলকে উদ্ধার করতে নাকি গামোরার সন্ধান পেতে? যাঁরা ‘গার্ডিয়ানস অব দ্য হলিডে স্পেশাল’ দেখেছেন তাঁরা নিশ্চয়ই জানেন, পিটার কুইল এখনও গামোরাকে ভুলতে পারেনি। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে সোল স্টোন হাসিল করতে গিয়ে থানোস গামোরাকে হত্যা করেছিল। পিটার বা তার টিমের সদস্যরা বিশেষভাবে জানতে পারে, গামোরা এখনও জীবিত আছে। অতীত থেকে টাইম ট্রাভেলকরে থানোস তার দুই মেয়ে গামোরা ও নেবুলাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছে বর্তমান সময়ে। কিন্তু পিটার যে গামোরাকে ভালোবাসত, সে এখন অনেক বদলে গেছে। এরপর রকেটের ঝলক দেখা যায়। এই সিকুয়েলে রকেটের অতীতের কোনো ঘটনা দেখা যাবে। যা থেকে আমরা জানতে পারব, রকেট রাকুল কেন এত বুদ্ধিমান হলো! হয়তো দুষ্ট বিজ্ঞানী এই রকেটের ওপর গবেষণা করে তাকে এ রকম মানববর্জ্য বানিয়েছে।
গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি টিমের ওপর প্রতিশোধ নিতেই রকেটের জীবনকে বিপন্ন করে তোলে। পিটারের ওপরও গবেষণা করতে চেয়েছিল দুষ্ট বিজ্ঞানী। কিন্তু গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি টিমের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে। এর ফলে শুরু হয় দুষ্ট বিজ্ঞানীর সঙ্গে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি টিমের যুদ্ধ। দুষ্ট বিজ্ঞানী গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি টিমের প্রত্যেক সদস্যকে বন্দি করে। বন্দিদশা থেকে মুক্ত হয়ে তারা দুষ্ট বিজ্ঞানীর গবেষণাগারকে টার্গেট করে; যেখানে সে সব ধরনের গবেষণা করে থাকে। এরপরই খলনায়ক তার প্রধান হাতিয়ার ভয়ংকররূপী অ্যাডাম ওয়ারলককে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি টিমের পেছনে লেলিয়ে দেয়। তুমুল যুদ্ধে জড়িয়ে পড়ে দু’পক্ষ। যুদ্ধ শেষে কাউন্টার আর্থ গ্রহ থেকে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি টিমের ক’জন সদস্য জীবিত অবস্থায় ফিরে আসতে পারবেু তা জানার জন্য অপেক্ষা করতে হবে। ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’ গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি সিরিজের সর্বশেষ সিকুয়েল। এতে বিভিন্ন চরিত্র রূপদান করেছেন ক্রিস প্র্যাট, জো সালদানা, উইল পাউল্টার, কারেন গিলান, ব্র্যাডলি কুপার, চুকউদি ইউজি এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সিলভেস্টার স্ট্যালোন। জেমস গান পরিচালিত ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যাপ্তির সুপারহিরো এ মুভিটি আজ মুক্তি পেয়েছে।
যারা সমালোচনা করেন, তারা আগে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন: চিত্রনায়িকা অধরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।