বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের হিরো মটোকর্প এবং মার্কিন সংস্থা হার্লে-ডেভিডসন জুটি বেধে নতুন মোটরবাইক আনতে চলেছে দেশে। কিছুদিন আগে মোটরবাইকটি উন্মোচন করা হয়। এবার এই দু চাকা কবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে সেই তারিখও জানা গেল।
দুই সংস্থার যৌথ উদ্যোগে তৈরি প্রথম মোটরবাইক Harley Davidson X440 লঞ্চ হবে 4 জুলাই। রোডস্টার ধাঁচে এই মোটরসাইকেল তৈরি করেছে সংস্থা। জানা গিয়েছে ভারত ছাড়াও অন্যান্য দেশেও বিক্রি হবে এই বাইক। তবে ভারতের বাজারে এটি টক্কর দেবে রোডস্টার মোটরবাইকের জন্য খ্যাত রয়্যাল এনফিল্ডকে।
অটো রিপোর্ট অনুযায়ী, মোটরবাইকের ডিজাইন হার্লে-ডেভিডসনের আরেক জনপ্রিয় Nightstar এর মতো থাকতে পারে। উক্ত মোটরবাইকের মতো এতেও দেখা যাবে মাসকুলার ফুয়েল ট্যাংক, গোল হেডলাইট, চওড়া হ্যান্ডেলবার, সিঙ্গেল পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
Harley Davidson X440-তে পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি, গোল টার্ন ইন্ডিকেটর এবং পিছনে পিল আকৃতির LED টেললাইট। ফিচার্স এবং ডিজাইনের ক্ষেত্রে আশা করা হচ্ছে, মোটরবাইকটি খুব বেশি অন্য কোনও মডেলকে নকল না করে একদম ফ্রেশ লুকেই বাজারে হাজির হতে পারে।
ইঞ্জিনের কথা যদি বলি তাহলে এতে থাকছে 440 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার অথবা অয়েল কুল্ড ইঞ্জিন। মোটামুটি 30 হর্সপাওয়ার এবং 40 এনএম টর্ক (Torque) তৈরি করতে পারবে সঙ্গে মিলবে 6 স্পিড গিয়ারবক্স।
সাসপেনশন ও ব্রেকিংয়ের ক্ষেত্রে মোটরবাইকে দেখা যেতে পারে সামনে আপসাইড ডাউন ফর্ক (USD) এবং পিছনে টুইন শক অ্যাবসর্বার। যেহেতু মিড রেঞ্জের প্রিমিয়াম মোটরসাইকেলের তালিকায় প্রবেশ করতে চলেছে X440। সুতরাং এটির দু চাকাতেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আশা করা যায়।
মোটরবাইকের সামনের চাকা থাকতে পারে 18 ইঞ্চি অ্যালয় হুইল এবং পিছনে 17 ইঞ্চি অ্যালয় হুইল। তবে মোটরসাইকেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত রাখতে চলেছে হিরো মটোকর্প এবং হার্লে-ডেভিডসন তা দেখার বিষয় হবে।
বাজারে এই Harley Davidson X440 এর দাম 2.5 লাখ থেকে 3 লাখ টাকার মধ্যে থাকতে পারে অনুমান অনেকের। যদিও এই রেঞ্জের একাধিক মোটরসাইকেল রয়েছে রয়্যাল এনফিল্ডের। এই সংস্থাকে টক্কর দিয়ে কেমন দাম রাখে হার্লে-ডেভিডসন তার উপর অনেকটাই গাড়ির বিক্রি নির্ভর করবে।
আরও জানা গিয়েছে, চিনের বাজারে হার্লে-ডেভিডসন যে X350 এবং X500 মোটরসাইকেল বিক্রি করে তার থেকে একদমই আলাদা হতে চলেছে ভারতে লঞ্চ হওয়া X440।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।