Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ক্রীড়াঙ্গনে নতুন অভিভাবক
    অন্যান্য খেলাধুলা

    ক্রীড়াঙ্গনে নতুন অভিভাবক

    Tarek HasanJanuary 11, 20243 Mins Read
    Advertisement

    স্পোর্টস ডেস্ক : গতকাল বুধবার সকালে জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। এরপর থেকেই মন্ত্রিপরিষদ সচিবের ফোনের অপেক্ষা। সেই অপেক্ষার আপাত ইতি ঘটেছে সন্ধ্যায় ২৫ জন পূর্ণ ও ১১ জন প্রতিমন্ত্রীকে ফোন দেওয়ার বিষয়টি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তাদের নামও ঘোষণা করেছেন। সেখানে উচ্চারিত হয়নি জাহিদ আহসান রাসেলের নাম। গেল পাঁচ বছর যিনি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে। গাজীপুর জেলা থেকে তিনজন সংসদ সদস্যের নাম এসেছে তালিকায়। তা থেকে বোঝাই যাচ্ছে এবার রাসেলকে রাখা হয়নি বিবেচনায়। তাতে অতীতের ধারা মেনে ফের পরিবর্তন আসছে ক্রীড়াঙ্গনের অভিভাবকের চেয়ারে। এই দায়িত্ব শেষ পর্যন্ত কে পাবেন তা পরিষ্কার হবে তা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন পাওয়াদের শপথের মধ্য দিয়ে।

    ক্রীড়াঙ্গনে নতুন অভিভাবক

    ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আগের সবার চেয়ে অনেক বেশি সক্রিয় ছিলেন জাহিদ আহসান রাসেল। জনসম্পৃক্ততার দিক থেকে তিনি ছিলেন অনেকটা এগিয়ে। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে গড়া বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের স্থবিরতা কাটিয়ে দিয়ে হাজারো সমস্যাগ্রস্ত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকদের অর্থ ও চিকিৎসা সহায়তা দিয়েছেন। তরুণ সুবিধাবঞ্চিত ক্রীড়াবিদদের জন্য চালু করেছেন ক্রীড়া শিক্ষা বৃত্তি। এর বাইরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রায় পাঁচ শতাধিক ক্রীড়া সংশ্লিষ্টকে অর্থ, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করে দেন তিনি।

    রাসেল ফোন না পেলেও পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কিশোরগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত পাপনকে রাখা হয়েছে ২৫-সদস্যের পূর্ণ মন্ত্রীর তালিকায়। এই তালিকায় আছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর নামও। আরও আছেন আবাহনী লিমিটেডের পরিচালক, আজ সন্ধ্যায় বিলুপ্ত হতে যাওয়া মন্ত্রিপরিষদের সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম, আবাহনীর আরেক পরিচালক ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ক্রীড়াঙ্গনের সঙ্গে প্রথম দুজনের আছে গভীর যোগসূত্র। পরের দুজনও দীর্ঘদিন জড়িত। গুঞ্জন শোনা যাচ্ছে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর নামও। এদের কাউকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে কি না, সেটা সময়ই বলে দেবে।

       

    নিকট অতীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দেখা মেলেনি। সর্বশেষ ১৯৯০ সালে মাত্র তিন মাসের জন্য পূর্ণ মন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন নিতাই রায় চৌধুরী। এরপর থেকে আটজন প্রতিমন্ত্রী, সাতজন উপদেষ্টা ও একজন উপমন্ত্রী এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তবে কোনো ব্যক্তিই পরপর দুই মেয়াদে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না।

    গেল তিন দশকে এই মন্ত্রণালয়ে কোনো পূর্ণ মন্ত্রীর দেখা মেলেনি বলে এবার মিলবে না সেটাও বলা যাচ্ছে না। পাপন এবং সাবের হোসেন চৌধুরীর মধ্য থেকে যে কাউকে ক্রীড়াঙ্গনের অভিভাবকের চেয়ারে দেখা গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। বিসিবির গেল তিন মেয়াদের সভাপতি পাপন ক্রিকেটের বাইরের খেলাগুলো এগিয়ে নিতে নিয়মিতই সহায়তা দিয়ে থাকেন। আর ক্রিকেট প্রশাসক হিসেবে সাবের হোসেন চৌধুরীর অবদান লেখা রয়েছে ইতিহাসের পাতায়। তার হাত ধরেই বাংলাদেশ প্রবেশ করেছিল টেস্ট ক্রিকেটের কুলীন সমাজে।

    এদিকে বুধবার সারা দিন রাসেলের পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের দুবারের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার নাম। তবে গতকাল তালিকায় রাখা হয়নি তাকে।

    সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন কীভাবে

    শেখ হাসিনা নেতৃত্বাধীন গেল পাঁচ বছরের মন্ত্রিপরিষদ ছিল ৪৪ সদস্যের। বুধবার ঘোষিত হয়েছে ৩৬ জনের নাম। পরিষদের দৈর্ঘ্য আজ শপথের আগে কিছুটা বাড়তে পারে। তাতে ক্রীড়াঙ্গনের অভিভাবক কে হবেন, সেটা এখনই বলা যাচ্ছে না।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অন্যান্য অভিভাবক ক্রীড়াঙ্গনে খেলাধুলা নতুন
    Related Posts
    মাইলফলকের দোরগোড়ায় মেসি

    ঐতিহাসিক মাইলফলকের দোরগোড়ায় মেসি

    November 3, 2025
    ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা

    বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা দৌলা

    November 3, 2025
    বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

    হঠাৎ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচিতে পরিবর্তন

    November 3, 2025
    সর্বশেষ খবর
    মাইলফলকের দোরগোড়ায় মেসি

    ঐতিহাসিক মাইলফলকের দোরগোড়ায় মেসি

    ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা

    বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা দৌলা

    বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

    হঠাৎ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচিতে পরিবর্তন

    Mayami

    মেসির শেষ মুহূর্তের গোলও বাঁচাতে পারেনি মায়ামিকে

    ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ছক্কা

    আজ কি তাহলে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ছক্কা মারলেন ডেভিড?

    বিপিএলে নোয়াখালী

    বিপিএলে নোয়াখালীকে নিয়ে এলো যে সিদ্ধান্ত

    ইয়ামাল

    তিন মাসেই বিচ্ছেদ, প্রেমের সম্পর্কে ইতি টানলেন ইয়ামাল

    লামিনে ইয়ামাল গায়িকা নিকি নিকোল

    নিকি নিকোলকে ছাড়লেন ইয়ামাল, নতুন প্রেমের গুঞ্জন কি সত্যি?

    একই দিনে গোল করলেন রোনালদো ও তার ছেলে

    Santo

    আগামী দুই বছরের জন্য বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.