আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় তেল সংস্থাগুলি পেট্রোল এবং ডিজেলের নতুন দাম ঘোষণা করেছে। মঙ্গলবার (২০ জুন) দেশের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দামে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। বিভিন্ন শহরে পেট্রোল এবং ডিজেলের দাম কম হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রাজ্যগুলিতে জ্বালানির উপর নেওয়া করের হার আলাদা হয়। যার জন্য বিভিন্ন রাজ্যে পেট্রোল এবং ডিজেলের দামেও পার্থক্য দেখা যায়।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল), ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) এর মতো রাষ্ট্রের মালিকানাধীন তেল বিপনন সংস্থাগুলি (ওএমসি) বিশ্বের প্রধান বেঞ্চমার্কগুলির দামের উপর ভিত্তি করে প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম ঘোষণা করে থাকে। বস্তুত রোজ সকাল ৬’টায় পাবলিক সেক্টরের জ্বালানি সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম ঘোষণা করে।
দেশের বিভিন্ন শহরে পেট্রোল এবং ডিজেলের দাম জেনে নিন-
কলকাতা – পেট্রল ১০৬ দশমিক ০৩ টাকা ও ডিজেল ৯২ দশমিক ৭৬ টাকা। দিল্লি – পেট্রোল ৯৬ দশমিক ৭২ টাকা এবং ডিজেল ৮৯ দশমিক ৬২ টাকা। মুম্বাই – পেট্রোল ১০৬ দশমিক ৩১ টাকা ও ডিজেল ৯৪ দশমিক ২৬ টাকা। চেন্নাই – পেট্রোল ১০২ দশমিক ৬৬ টাকা এবং ডিজেল ৯৪ দশমিক ২৬ টাকা।
বেঙ্গালুরু – পেট্রোল ১০১ দশমিক ৯৪ টাকা ও ডিজেল ৮৭ দশমিক ৮৯ টাকা। লখনউ – পেট্রোল ৯৬ দশমিক ৫৬ টাকা এবং ডিজেল ৮৯ দশমিক ৭৫ টাকা। জয়পুর – পেট্রোল ১০৮ দশমিক ৪৮ টাকা ও ডিজেল ৯৩ দশমিক ৭২ টাকা।
গুরুগ্রাম – পেট্রোল ৯৭ দশমিক ০৪ টাকা ও ডিজেল ৮৯ দশমিক ৯১ টাকা। চন্ডিগড় – পেট্রোল ৯৬ দশমিক ২০ টাকা ও ডিজেলর দাম ৮৪ দশমিক ২৬ টাকা। নয়ডা – পেট্রোল ৯৬ দশমিক ৬৫ টাকা ও ডিজেলর দাম ৮৯ দশমিক ৮২ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।