বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের গোপনীয়তা এবং সুরক্ষা প্রদানে দিন দিন আরও উন্নত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। এতে পিছিয়ে নেই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপও। এজন্য হোয়াটসঅ্যাপ আনছে নতুন নতুন ফিচারও। প্রাইভেসি প্রোটেকশন বাড়াতে তাদের নিরবচ্ছিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই প্ল্যাটফর্ম অ্যাডভান্সড সেটিংস আনছে।
অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সন থেকে জানা গেছে, প্রাইভেসি-ফোকাসড সেটিংয়ের ওপর কাজ করছে অ্যাপ। যা আসন্ন আপডেটে রোলআউট হতে পারে। নতুন এই বিকল্প সুরক্ষার একটি অতিরিক্ত মাত্রা দেবে। এতে প্রাপকের গ্যালারিতে ইমেজ এবং ভিডিওর মতো মিডিয়া ফাইল অটোসেভড হবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানায়, ফিচারটি চালু করলে একক ও গ্রুপ—দুই ধরনের চ্যাটেই থাকবে বাড়তি নিরাপত্তা। ব্যবহারকারীরা চাইলে চ্যাট হিস্টোরি এক্সপোর্ট হওয়া বন্ধ রাখতে পারবেন। এ ছাড়া চ্যাটে পাঠানো ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সংরক্ষিত হবে না। যদিও ব্যবহারকারীরা চাইলেই ম্যানুয়ালি ছবি বা ভিডিও সংরক্ষণ করতে পারবেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি মেটা।
ফিচারটি গ্রুপ চ্যাটে চালু করলে অংশগ্রহণকারী সবাইকে জানিয়ে দেয়া হবে যে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ চালু রয়েছে। তবে এই সেটিংস চালু থাকলে চ্যাটে ব্যবহার করা যাবে না মেটা এআই। ফলে কোনো প্রশ্নের উত্তর পাওয়া বা চ্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি তৈরি করার সুযোগও থাকবে না।
বর্তমানে এই ফিচার কেবল বেটা ব্যবহারকারীদের জন্য চালু রয়েছে। তবে সবার জন্য ফিচারটি কবে চালু হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।