বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : কল্পনায় শূন্যে হাঁটার কথা আমরা অনেকেই হয়তো ভেবেছি। কিন্তু বাস্তবে এমনটা করার সাধ্য ক’জনার। তবে চীনের কাই জুঝা ও সং লিংদং ঠিক তাই করে দেখালেন, সেটাও আবার দীর্ঘ ৯ ঘন্টা ৬ মিনিট ধরে! আর এভাবেই মহাকাশে দীর্ঘ সময় হাঁটার নতুন রেকর্ড গড়লেন চীনের এই দুই নভোচারী।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিসিটিভি’র দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) চীনের দুই মহাকাশচারী- কাই জুঝা ও সং লিংদং- শেনঝু-১৯ মহাকাশ মিশনের অধীনে প্রথম এক্সট্রাভেহিকুলার অ্যাকটিভিটি (ইভিএ) সফলভাবে সম্পন্ন করে।
এ বিষয়ে চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানায়, উক্ত ইভিএ সম্পন্ন করার পথে কাই ও সং মহাকাশে দীর্ঘ সময় হাঁটার অর্থাৎ স্পেসওয়াক করার নতুন রেকর্ডও গড়েছেন। সর্বসাকুল্যে তাঁরা স্পেসওয়াক করেছেন ৯ ঘন্টা ৬ মিনিট। এর আগে ২০০১ সালে মহাকাশে ৮ ঘন্টা ৫৬ মিনিট হেঁটে রেকর্ড গড়েছিলেন আমেরিকার দুই মহাকাশচারী জেমস ভস ও সুজান হেল্মস। এবার ২৩ বছর পুরনো সেই রেকর্ডটি-ই নতুন করে লিখলেন চীনের নভোচারীদ্বয়।
উল্লেখ্য, নতুন এই রেকর্ড গড়ার সময় তাঁরা চীনের তিয়াংগং স্পেস স্টেশনে অবস্থান করছিলেন। চীনের মহাকাশ সংস্থা সিএমএসএ জানিয়েছে, শেনঝু-১৯ মিশনের অধীনে বেশ কিছু বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষার পরিকল্পনা রয়েছে মহাকাশচারীদের। এছাড়া বেশ কিছু পেলোড (যন্ত্রপাতি ও সরঞ্জাম) স্থাপনের কাজও করতে চলেছেন তাঁরা। ফলে আরও কয়েকবার স্পেসওয়াক করতে হবে তাঁদেরকে।
শেনঝু-১৯ মিশনের যাত্রা শুরু হয় গত ৩০ অক্টোবর। ৬ মাসের এই মিশনে বর্তমানে মহাকাশে রয়েছে চীনের তিন মহাকাশচারী, যার মধ্যে আছেন দেশটির প্রথম নারী মহাকাশ প্রকৌশলীও।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ মে চীনের অন্য দুই নভোচারী জিং হাইপেং ও ঝু ইয়াংঝু মহাকাশে ৮ ঘন্টা ৫০ মিনিট হেঁটেছেন। এতোদিন স্পেসওয়াকে এটাই ছিল চীনের নিজেদের রেকর্ড। তবে কাই জুঝা ও সং লিংদং-এর গড়া নতুন রেকর্ডের কল্যাণে মহাকাশে চীন এবার ছাপিয়ে গেল আমেরিকাকেও।
তথ্যসূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।