আন্তর্জাতিক ডেস্ক : বৈশাখের শুরুতেই গরমে পুড়ছে পশ্চিমবঙ্গ । রাজস্থানের মরুভূমি জয়সলমীরের চেয়েও তাপমাত্রার পারদ বেশি পশ্চিমবঙ্গে। রাজ্যটির পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
বিগত ৫০ বছরেও এপ্রিল মাসে কলকাতাতে এত দীর্ঘস্থায়ী গরম আবহাওয়া দেখা যায়নি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রোববার রাজ্যটির পশ্চিম বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা ছিল ৪৫.১, যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি বেশি। বাঁকুড়ায় পারদ উঠেছিল ৪৪ ডিগ্রিতে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাপমাত্রা ছিল ৪৩.৬। কলকাতাতেও পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে।
এ অবস্থায় রাজ্যের ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । আগামী সাতদিন এই সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়াও পশ্চিমবঙ্গসহ ভারতের চার রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ সংলগ্ন বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যা এর মধ্যে রয়েছে।
গতকাল শনিবারই এই চার রাজ্যে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। রোববার পশ্চিমবঙ্গ উড়িষ্যার বেশ কয়েকটি জেলায় রেকর্ড তাপমাত্রা ৪৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়াও ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, গুজরাট এবং মহারাষ্ট্রেও তাপমাত্রা ৪২ ডিগ্রির কাছাকাছি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আগামী ৩ থেকে ৪ দিন একইরকম পরিস্থিতি থাকবে। সবমিলিয়ে বুধবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের ইতিহাস বলছে ১৯৮০ সালে একবার ৪১.৭ হয়েছিল। ২০১৩ একদিন ৪১ হয়েছিল, ২০১৬-তেও ৪১-এর উপরে উঠেছিল পারদ। ২০২৩ এ অর্থাৎ গত বছর টানা পাঁচদিন ৪০ ডিগ্রিতে ছিল পারদ। এর মধ্যে ১৪ এপ্রিল তাপমাত্রা ৪১ ডিগ্রি হয়েছিল। আগামী সপ্তাহ জুড়েও এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গড়ে ৫ ডিগ্রি বেশি থাকবে পারদ। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমলেও অস্বস্তি একই থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী দুইদিনের মধ্যেই স্পষ্ট হতে চলেছে কলকাতা এবং দক্ষিণবঙ্গে কতদিন আরও থাকবে এই তাপপ্রবাহ।
আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতির কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই আগামী কয়েকদিনে। আগামী এক সপ্তাহ প্রায় একই থাকবে পরিস্থিতি। ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকায় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে অস্বস্তি কার্যত একই থাকবে।
যদিও ওড়িশা সীমান্ত সংলগ্ন জেলা গুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুইদিনে। তবে পরিস্থিতির সেভাবে উন্নতি হবে না। ২৪ এবং ২৫ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মালদাসহ দুই দিনাজপুরে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে।
দুবাইয়ে রেকর্ড বৃষ্টি কি কৃত্রিমভাবে ঝরানো?দুবাইয়ে রেকর্ড বৃষ্টি কি কৃত্রিমভাবে ঝরানো?
গত বছরের তুলনায় এ বছর এপ্রিলে দীর্ঘস্থায়ী হচ্ছে তাপপ্রবাহের পরিস্থিতি। অনেক বছরেই এপ্রিলে হয়তো তিনদিন এমন তাপপ্রবাহ থাকত, ৪০ ছুঁতো তাপমাত্রা। কিন্তু টানা এমন তাপমাত্রা থাকা এবং তাপপ্রবাহ চলা বিগত বেশ কয়েক বছরে দেখা যায়নি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।