বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই বছরের ১৫ জুলাই থেকে ইউটিউব তাদের নীতিমালায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে। ইউটিউব এখন শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়—অনেক মানুষের জীবিকার একটি বড় উৎস। তাই নতুন এই নিয়ম সম্পর্কে প্রত্যেক ইউটিউবারের জানা অত্যন্ত জরুরি।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন। কেউ কেউ এই প্ল্যাটফর্মে নিজেদের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, আবার অনেকেই চাকরি ছেড়ে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সফল হয়েছেন। এখন ইউটিউব একটি বিশ্বজনীন জনপ্রিয় মাধ্যম।
তবে, এই জনপ্রিয়তার মাঝেও কিছু ইউটিউবার রয়েছেন যারা অসাধু উপায়ে ভিডিও তৈরি বা আয় করেন। এতে করে সৎ এবং পরিশ্রমী কন্টেন্ট ক্রিয়েটররা সমস্যায় পড়েন। এই সমস্যার সমাধান করতেই ইউটিউব এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
১৫ জুলাই থেকে পুরনো ভিডিও আবার আপলোড করে নতুন করে আয় করা যাবে না। ইউটিউব চাইছে যারা মৌলিক ও মানসম্পন্ন ভিডিও তৈরি করেন, তারা যেন সুরক্ষিত থাকেন এবং কেউ যেন প্ল্যাটফর্মটির অপব্যবহার না করতে পারেন।
অনেক ইউটিউবার তাদের পুরনো ভিডিও নতুন করে চ্যানেলে আপলোড করে পুনরায় আয় করে থাকেন। এসব ভিডিও কখনো কখনো আগের মতোই ভাইরাল হয়ে যায়। কিন্তু এবার থেকে এই পথ বন্ধ হয়ে যাচ্ছে।
এছাড়াও, অনেক ইউটিউবার অন্যদের ভিডিওর অংশ বা ফুটেজ ব্যবহার করে নিজেদের চ্যানেলে আপলোড করে থাকেন। ইউটিউব এবার এই কাজের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে।
সুতরাং, ইউটিউব চ্যানেল চালিয়ে যেতে চাইলে নতুন নিয়মগুলোর ব্যাপারে সতর্ক থাকা জরুরি—নইলে এক ভুলেই হারাতে পারেন আপনার চ্যানেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।