আন্তর্জাতিক ডেস্ক : ধর্মপ্রাণ মুসলমানরা সারা বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালন করার জন্য সৌদি আরবে আসেন। এ বছরের হজের যাবতীয় কার্যক্রম পুরোপুরি শেষ হয়েছে। হজের কার্যক্রম শেষ হলেও সারা বছরই চলবে ওমরাহ পালন। মুসলমানরা যেন যথাযথভাবে ওমরাহ পালন করতে পারেন এজন্য সৌদি সরকার নানা ধরনের উদ্যোগ নিয়ে থাকেন। সম্প্রতি পবিত্র ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের বাধ্যতামূলক ছয়টি জিনিস সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
নির্দেশনা অনুযায়ী, সৌদির ভেতর ও বাইরে থেকে যারা ওমরাহ করতে আসবেন তাদের ছয়টি জিনিস সঙ্গে রাখতে হবে। সেগুলো হলো পরিচয়পত্র বা পাসপোর্ট, জরুরি যোগাযোগের জন্য ফোন নম্বর, একটি মোবাইল চার্জার, দোয়া-দরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ। তারা আশা করছেন, এতে ওমরাহ পালন করা সহজ হবে।
হজের সময় ছাড়া বছরের যে কোনো সময় পবিত্র কাবাঘরের তাওয়াফসহ নির্দিষ্ট কিছু কাজ করাকে ওমরাহ বলা হয়। ওমরাহ পালন শেষে বেশিরভাগ মানুষই মদিনায় যান। ওমরাহ পালন সহজ করতে কিছু নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে ব্যক্তিগত ভ্রমণ এবং পর্যটন ভিসাধারী সবাইকে ওমরাহ করার সুযোগ দিয়েছে দেশটি। এর ফলে শুধু ওমরাহ’র ভিসার জন্য কাউকে আর অপেক্ষা করতে হবে না। বরং ওমরাহ’র ভিসা ছাড়াও ওমরাহ করা যাবে। সূত্র: এসপিএ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।