বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পরিধানযোগ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে। স্মার্টফোন, স্মার্টওয়াচের পর এখন তরুণ প্রজন্মের ঝোঁক স্মার্ট গ্লাসের ওপর। তার সঙ্গেই তাল রেখে বাজারে নতুন স্মার্ট গ্লাস এনেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান লেন্সকার্ট। এই স্মার্ট গ্লাস বা চশমার সাহায্যে ইউজাররা ফোন কল করতে পারবেন। শুনতে পাবেন পছন্দের গান। তার সঙ্গে পাওয়া যাভে ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট।
লেন্সকার্টের নতুন এই স্মার্ট গ্লাসে রয়েছে একটি বাটন। মাত্র একবার এই বোতাম টিপলেই একটার পর একটা পরিষেবা পাবেন ইউজাররা। সমস্তটাই ফিজিক্যাল কন্ট্রোল মেকানিজমে চলবে, অর্থাৎ আপনিই নিয়ন্ত্রণ করতে পারবেন সবটা।
লেন্সকার্টের ওয়েবসাইট এবং বিভিন্ন রিটেল স্টোর থেকে এই স্মার্ট গ্লাস কেনা যাবে। দুই ধরনের স্টাইলে লেন্সকার্টের এই স্মার্ট গ্লাস লঞ্চ হয়েছে। ইউজারের প্রয়োজন অনুসারে বাইফোকাল কিংবা প্রোগ্রেসিভ- পাওয়ার অনুসারে চশমা বানিয়ে দেওয়া হবে। নেভেগের এবং হাসলার এই দুই স্টাইলে পাওয়া যাবে লেন্সকার্টের নতুন স্মার্ট গ্লাস। এই দুই স্মার্ট গ্লাসেই রয়েছে ফুল রিম ডিজাইন। ম্যাট ব্ল্যাক এবং শাইনি ব্লু- এই দুই রঙে পাওয়া যাবে লেন্সকার্টের নতুন স্মার্ট গ্লাস।
লেন্সকার্ট ফোনিক স্মার্ট গ্লাসে থাকছে ব্লুটুথ অডিও সাপোর্ট। এই অডিও প্লে হবে স্মার্ট গ্লাসে থাকা ইন-বিল্ট স্পিকারের সাহায্যে। এর সাহায্যেই ইউজাররা ফোনকলে কথা বলতে পারবেন, যখন ফোন আর স্মার্ট গ্লাস কানেক্টেড থাকবে তখন। স্মার্ট গ্লাসের সঙ্গে বাক্সেই থাকবে চার্জার। একবার চার্জ দিলে প্রায় ৭ ঘণ্টা পর্যন্ত স্মার্ট গ্লাসের এইসব স্মার্ট ফিচার কাজ করবে।
স্মার্ট গ্লাসের সাইডের অংশে উপরের দিকেই থাকবে একটি স্মার্ট বাটন। এর সাহায্যেই যাবতীয় নেভিগেশন ফিচার কাজ করবে।
এই স্মার্ট গ্লাসে থাকা ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই ধরনের ডিভাইসের সঙ্গেই কাজ করবে। ভয়েস কমান্ডের সাহায্যে রিমাইন্ডার সেট করা, মেসেজ পাঠানো, গানের ট্র্যাক বদলানো – সবই করা সম্ভব হবে। এর আগেও ভারতে অনেক স্মার্ট গ্লাস লঞ্চ হয়েছে। তবে ফিচারের নিরিখে লেন্সকার্ট ফোনিক স্মার্ট গ্লাস অনেক উন্নত এবং ইউজার ফ্রেন্ডলি। তাই আগামী দিনে বাকি সব সংস্থার স্মার্ট গ্লাসকে জনপ্রিয়তায় লেন্সকার্টের এই স্মার্ট গ্লাস ছাপিয়ে যাবে বলেই অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।