রিলিজ হল রানু মন্ডল ও হিরো আলমের নতুন গান

রানু মন্ডল ও হিরো আলম

বিনোদন ডেস্ক : ‛তুমি ছাড়া আমি কি করে বাচি বলো, হৃদয়ের মাঝে লেখা আছে তোমারই নাম’। রানু মন্ডল ও হিরো আলমের যুগলবন্দীতে আসতে চলেছে নতুন গান। আর তারই রেকডিংয়ের মুহূর্ত ভাইরাল হল নেট মাধ্যমে। একসময়ই রানাঘাট স্টেশনে ভিক্ষাবৃত্তি করে দিন চলতো তার। হঠাৎ একদিন অতীন্দ্র নামের এক যুবকের হাত ধরে ভাইরাল হন তিনি। রানুর গাওয়া ‛তেরি মেরি’ গানটি মুহূর্তেই মানুষের মন ছুঁয়ে যায়।

এককথায় সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে ওঠেন রানু মন্ডল। শুধু তাই নয় এরপর হিমেশ রেশমিয়ার হাত ধরে ‛তেরি মেরি কাহিনী’ গান রেকডিংও করেন। তার জনপ্রিয়তা তখন আকাশ ছোঁয়া। এভাবেই কেরিয়ারে তার যাত্রা শুরু হয়েছিল। তার এই উত্থান স্বপ্নের মতোই ছিল বলা যায়।

যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। নিজের দোষেই আজ হারিয়েছেন সেই জায়গা। আর ওদিকে হিরো আলম হলেন বাংলাদেশের একজন অভিনেতা, মিউজিক ভিডিওর মডেল তথা কন্টেন্ট ক্রিয়েটর।

মাঝেমধ্যেই সোশ্যাল সাইটে কোনো না কোনো বিষয় নিয়ে তাঁকে ভাইরাল হতেও দেখা যায়। কিছুদিন আগে ‛পুষ্পা’ সিনেমার গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন হিরো আলম। আর সেই গান শুনে স্বভাবতই হাসির রোল উঠেছিল নেট মাধ্যমে। এমনকি বেসুরো রবীন্দ্রসংগীত গেয়ে তিনি নেটজনতার কটাক্ষের শিকারও হয়েছেন। কিন্তু তারপরেও তিনি নিজের কাজ চালিয়ে যান।

https://www.facebook.com/watch/?v=574222528233981

সম্প্রতি এবার রানু মন্ডল ও হিরো আলমকে একসঙ্গে দেখা গেল মিউজিক ভিডিওতে। গানের নাম ‛তুমি ছাড়া আমি কি করে বাচি বলো, হৃদয়ের মাঝে লেখা আছে তোমারই নাম’। ‛Hero Alom Bogura’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। যথারীতি ভিডিও ভাইরাল হতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।

কেউ লিখেছেন ‛হিরো আলম একদিন পুরো দুনিয়া শাসন করবে’। আবার কেউ লিখেছেন ‛রানু মন্ডলের সুর শোনা যায় কিন্তু আলম ভাইয়ের সুরে কান জ্বালাপোড়া করে’। কেউ আবার লিখেছেন যে, ‛আলমের চেয়ে রানু মন্ডলের ভয়েজ ভালো’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল রানু ও আলমের এই ভিডিও।