বিনোদন ডেস্ক : কাঁচা বাদাম খ্যাত ইউটিউব সেনসেশন বাদাম কাকু অর্থাৎ ভুবন বাদ্যকারের নতুন গানের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বাংলাদেশের আর এক জনপ্রিয় গায়ক এবং নায়ক হিরো আলমের সাথে ওই ভিডিওতে একসাথে গলা মেলাতে দেখা গেছে তাঁকে।
বাদাম বিক্রি করার সময় গান গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন বাদাম বিক্রেতা ভুবন। তাঁর গাওয়া গান কোনো জনৈক ব্যক্তি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিতেই বিখ্যাত হয়ে যায় গায়ক এবং তাঁর গান। এর পরে দ্রুত তাঁর গাওয়া গানটির ক্রেজ ছড়িয়ে পরে টলিউড থেকে শুরু করে বলিউডেও।
অনেক বিখ্যাত কোরিওগ্রাফার, টেলি ও টলি নায়ক নায়িকাদের এই গানে কোমর দোলাতে দেখা গিয়েছে। আর এর পরেই বদলে যায় বর্তমানে ‘বাদাম কাকু’ নাম পরিচিত ভুবনের ভাগ্য। আর্থিক সাহায্য থেকে শুরু করে নিজের এলবাম তৈরির সুযোগ পেয়ে যান এককালের অখ্যাত এই গায়ক। তাঁর জনপ্রিয়তা অতিক্রম করে কাঁটাতারের বেড়াও। বাংলাদেশের গায়ক হিরো আলম তাঁর জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে কলকাতার এক ষ্টুডিওতে রেকর্ড করেন তাদের প্রথম যৌথ এলবাম। ভারত-বাংলাদেশ যুগলবন্দিতে তৈরী এই গানের নাম হলো ‘বাবু খাইছো কাচা বাদাম’।
ইতিমধ্যে ইউটিউবে বেশ ভাইরাল দুই বাংলার এই দুই সেনসেশনের একসাথে গাওয়া নতুন এই গানটি। ট্রেলার দেখার পরে স্বভাবতই গানটির মুক্তির অপেক্ষার রয়েছেন নেটিজেনরা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মোট দুটি গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভুবন এবং আলম। আপাতত নতুন এই গানটির সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেটদুনিয়ার মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।