আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে শিগগিরই শুরু হতে যাচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে চলছে জোর প্রস্তুতি। এর মধ্যেই শঙ্কা দেখা দিয়েছে বানরের উৎপাত নিয়ে। সম্প্রতি দেশটির রাজধানীতি বেড়ে গেছে বানরের উৎপাত। অনেকেই বানরের হামলার শিকার হয়েছেন।
আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে বসবে জি-২০ শীর্ষ সম্মেলন। যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ছাড়াও একাধিক দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। তাদের কনভয় যাওয়ার সময় বানরের দল উৎপাত করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে দিল্লি প্রশাসন।
বানরের উৎপাত সমাধানে অভিনব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দিল্লির যেসব এলাকায় বানরের উপদ্রব বেশি সে অঞ্চলের গাছের সামনে রাখা হয়েছে ল্যাঙ্গুরের কাটআউট। বনবিভাগের সহায়তায় কাটআউটগুলো লাগানো হয়। এতে বানরের উপদ্রব রোধ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
দিল্লির মিউনিসিপ্যাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সতীশ উপাধ্যায় জানিয়েছেন, বানরের উৎপাত রুখতে প্রাথমিকভাবে এ কৌশল গ্রহণ করা হয়েছে। এটি সফল হলে, আগামী দিনে রাজধানীর অন্যান্য এলাকাতেও কাটআউটের ব্যবস্থা করা হবে।
জানা গেছে, উত্তরপ্রদেশের লখনউতে বানরের উপদ্রব কমাতে ল্যাঙ্গুরের কাটআউট ব্যবহার করা হয়েছিল। এতে ফলও পাওয়া গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার জি-২০ সম্মেলনের জন্য বানরের উপদ্রব রুখতে ল্যাঙ্গুরের কাটআউটের সাহায্য নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।