আন্তর্জাতিক ডেস্ক : ভ্যাম্পায়ার স্কুইডের একটি নতুন প্রজাতি সনাক্ত করেছেন চীনা বিজ্ঞানীরা। এটি বিশ্বের দ্বিতীয় ভ্যাম্পায়ার স্কুইড প্রজাতি।
চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সের অধীনে সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির গবেষকরা ২০১৬ সালের সেপ্টেম্বরে দক্ষিণ চীন সাগরের ৮০০ থেকে এক হাজার মিটার গভীরে ভ্যাম্পাইরোটুথিস ইনফারনালিস নামের প্রাণীটির একটি নমুনা সংগ্রহ করেছিলেন।
গবেষণা দলটি নমুনা এবং আগের ভ্যাম্পায়ার স্কুইডের মধ্যে রূপগত ও ফাইলোজেনেটিক বিশ্লেষণ করে দেখেছেন, দুটি প্রাণীর লেজের আকৃতি, ঠোঁট ইত্যাদির মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
গবেষণা দলের প্রধান ছিউ তাচুন জানিয়েছেন, ১৯০৩ সালে ভি. ইনফারনালিস নামের প্রথম ভ্যাম্পায়ার স্কুইডটির বর্ণনা করেন জার্মান সামুদ্রিক জীববিজ্ঞানী কার্ল চুন। এটি সমুদ্রের ৬০০ থেকে ৯০০ মিটার গভীরে নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমন্ডলীয় প্রশান্ত মহাসাগরীয় এবং আটলান্টিক মহাসাগরে বাস করে, যেখানে অক্সিজেনের ঘনত্ব কম।
সূত্র: সিনহুয়া
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel