আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় কার্যকর হল নয়া ভিসানীতি, সমস্যায় পড়তে পারেন ভারতীয় পড়ুয়া, নাগরিকরা। এমন খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, সীমান্তে কর্মরত অফিসাররা পড়াশোনা এবং কাজের জন্য অস্থায়ী ভিসায় দেশে আসা বিদেশিদের ভিসা বাতিল করতে পারবেন। এই নতুন নিয়ম ফেব্রুয়ারির প্রথম থেকে কার্যকর হয়েছে।
প্রচুর ভারতীয় পড়ুয়া কানাডায় পড়াশোনা করেন। এছাড়াও, কানাডায় বিভিন্ন সংস্থায় কাজ করেন বহু ভারতীয়। গত বছর ফাস্ট ট্র্যাক ভিসা বন্ধ করে দিয়েছে কানাডা। আর এবার কানাডা দেশে নতুন অভিবাসন নিয়ম কার্যকর করেছে বলে খবর। সম্প্রতি একাধিক ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক অস্থির হয়ে উঠেছে। তারওপর এই নতুন নিয়মের ফলে সমস্যায় পড়তে পারেন বহু ভারতীয় পড়ুয়া ও কর্মী। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আগে কানাডায় পড়াশোনা করা বা কাজের জন্য ভিসা পাওয়া সহজ থাকলেও এখন সেই নিয়মে বদল হয়েছে। আর এই নতুন নিয়মে কানাডার সীমান্তরক্ষীদের হাতে ক্ষমতা আরও বৃদ্ধি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সীমান্তে কর্মরত অফিসাররা পড়াশোনা এবং কাজের জন্য অস্থায়ী ভিসায় দেশে আসা বিদেশিদের ভিসা বাতিল করতে পারবেন। এই নতুন নিয়ম ফেব্রুয়ারির প্রথম থেকে কার্যকর হয়েছে। তাতে বলা হয়েছে, ওই কর্মকর্তারা বিদেশি ছাত্র, কর্মী এবং অভিবাসীদের ভিসা প্রয়োজনে বাতিল করতে পারবেন বা অনুমোদন করতে পারবেন।
নতুন নিয়মের অধীনে, কানাডার সীমান্ত কর্মীরা ইলেকট্রনিক ভ্রমণে অনুমোদন (eTA) এবং অস্থায়ী ভিসার (TRV) নথিপত্র বাতিল করার ক্ষমতা রাখেন। এর অর্থ হল সীমান্ত আধিকারিকরা এখন ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসা বাতিল করতে পারবেন।
তবে পারমিট এবং ভিসা বাতিল করার জন্য অবশ্য তাঁদের কিছু নির্দেশিকা মেনে চলতে হবে। এর মধ্যে একটি হল যদি কোনও কর্মকর্তা নিশ্চিত না হন যে ব্যক্তি তাঁর থাকার মেয়াদ শেষ হওয়ার পরে কানাডা ছেড়ে চলে যাবেন, তাহলে তাঁরা কানাডায় থাকাকালীনও ওই ব্যক্তির ভিসা প্রত্যাখ্যান করতে পারেন অথবা তাঁর পারমিট বাতিল করতে পারেন। অর্থাৎ যদি তাঁরা মনে করে যে সংশ্লিষ্ট ব্যক্তি মিথ্যা তথ্য দিচ্ছেন বা তাঁর কোনও অপরাধমূলক রেকর্ড রয়েছে সেক্ষেত্রে আধিকারিকরা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
এছাড়াও, যদি কোনও পড়ুয়া আবেদন করার পরও পড়াশোনা বা ওয়ার্ক পারমিট নিতে অস্বীকার করেন তাহলে তার অভিবাসন নথি বাতিল করতে পারবেন। উল্লেখ্য, যেসব বিদেশি নাগরিক ভ্রমণ, কর্মী বা ছাত্র হিসেবে প্রবেশের অনুমতি নিয়ে কানাডায় যাবেন তাঁদের কানাডায় অস্থায়ী বাসিন্দা হিসেবে গণ্য করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।