বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যুগের আধুনিকরণের পাশাপাশি তীব্রভাবে জনপ্রিয় হয়ে উঠেছে হাতে থাকা স্মার্টফোন। ধীরে ধীরে এর প্রয়োজনীয়তা এতই বৃদ্ধি পেয়েছে যে, স্মার্টফোন ছাড়া যেন একটি মুহূর্তও কল্পনা করা সম্ভব নয়। চাহিদার অগ্রগতির সাথে সাথে বর্তমানে ভারতসহ বিশ্ব বাজারে লঞ্চ করা হয়েছে 5G মুঠোফোন। দ্রুততম ইন্টারনেট ফ্যাসিলিটি এবং নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য আজকাল সবার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে 5G স্মার্টফোন। বিগত কয়েক বছর ধরে সাধারন মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে সবচেয়ে কম মূল্যে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে চলেছে চীনা স্মার্টফোন নির্মাণ প্রতিষ্ঠান শাওমি।
নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি চীনের বাজারে নিজেদের লেটেস্ট ফোন লঞ্চ করেছে শাওমি। ইতিমধ্যে দুর্দান্ত স্মার্টফোনের অবিশ্বাস্য ফির্চাস প্রকাশ্যে আসতেই ফোনটি কেনার জন্য লাইন দিতে শুরু করেছেন গ্রাহকরা। যদিও কবে নাগাদ ভারতের বাজারে দুর্দান্ত এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে সে বিষয়ে কোনো রকম তথ্য প্রকাশ্যে আনেনি চীনা সংস্থাটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, চীনের বাজারে Xiaomi 13 Ultra Pro 5G নামে শক্তিশালী এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, Xiaomi 13 Ultra Pro 5G স্মার্টফোনের দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-
প্রথমেই যদি শাওমির লেটেস্ট ফোনের ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে 6.7 ইঞ্চির LTPO3 AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা 1440×3200 পিক্সেল রেজুলেশন সমর্থন করে। Android 13 ভিত্তিক দুর্দান্ত এই স্মার্টফোনের পিছনে 50.2MP+50MP+50MP+50MP-র ক্যামেরা সেটআপ থাকবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। এছাড়া ভিডিও কলিং এবং সেলফি তোলার জন্য 32 মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে ফোনটিতে।
যদি দুর্দান্ত এই স্মার্টফোনের শক্তিশালী ব্যাটারির কথা বলি, সেক্ষেত্রে এতে 5,500mAh-এর বিশাল ব্যাটারি প্যাক লক্ষ্য করা যাবে। এছাড়া দুর্দান্ত এই মোবাইলটি সর্বমোট তিনটি ভেরিয়েন্টে বিক্রি করা হবে। যেখানে 12GB RAM+256GB storage/ 16GB RAM+512GB storage/ 16GB RAM+1TB storage বিকল্প ক্রয় করতে পারবেন আপনি। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি, সেক্ষেত্রে এর প্রারম্ভিক মূল্য 70 হাজার টাকার কাছাকাছি হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।