বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :শতাব্দী প্রাচীন টু হুইলার সংস্থা হার্লে ডেভিডশন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এই ব্র্যান্ডের বাইক কিনতে লাখ লাখ টাকা খরচ করতে রাজি বাইক-প্রেমীরা। কিন্তু এমন অনেকেই আছেন যাদের কাছে সামর্থ্যে কুলোয় না মোটরসাইকেলের দাম। তা বলে কি ইচ্ছা দমিয়ে রাখা যায়! ক্রেতাদের স্বপ্ন পূরণ করতে সস্তায় নতুন মোটরসাইকেল আনার কথা ঘোষণা করেছে মার্কিন সংস্থাটি।
চিনা জায়েন্ট কিয়ানজিয়াং মোটরসাইকেল সঙ্গে জুটি বেঁধে এক্স350 সিরিজের নতুন বাইক আনার কথা জানিয়েছে সংস্থা। এক্স350 এবং এক্স500 নাম দুটি মোটরসাইকেল লঞ্চ করবে হার্লে ডেভিডশন। উভয় মডেলই এন্ট্রি-লেভেল হবে বলে জানা গিয়েছে, অর্থাৎ দাম থাকবে সাধ্যের মধ্যে। পাশাপাশি মোটরসাইকেলদুটি টুইন ইঞ্জিনের সঙ্গে আসবে বলে খবর। দেখা যাবে নিও-রেট্রো রোডস্টার স্টাইলিং।
মোটরসাইকেলদুটিতে সবচেয়ে বড় চমক হতে চলেছে এটির ইঞ্জিন। 1903 সাল থেকে সংস্থা তাদের বাইকে ভি টুইন ইঞ্জিন ব্যবহার করে আসছে। তবে আসন্ন দুটি মোটরসাইকেল থাকবে লিকুইড কুল্ড সমান্তরাল টুইন ইঞ্জিন। যা বর্তমানে একাধিক সংস্থা রোডস্টার, ত্রুজার, স্ক্র্যাম্ব্লার মোটরসাইকেলে ব্যবহার করে। মোটরবাইকদুটির পাওয়ার আউটপুট সম্পর্কে এখনও কোনও ধারণা পাওয়া যায়নি।
তবে কিয়ানজিয়াং সংস্থার ইঞ্জিন আউটপুটকে অনুসরণ করে যদি এই মোটরসাইকেলগুলি আসে তাহলে এক্স350 সিরিজের বাইকটি 30 থেকে 35 হর্সপাওয়ার এবং এক্স500 সিরিজের মোটরসাইকেল 50 হর্স পাওয়ার শক্তি উত্পন্ন করতে পারবে বলে শোনা যাচ্ছে।
আরও একটি বড় চমক হতে পারে মোটরসাইকেলের স্টাইলিং। স্পোর্টিং এলইডি লাইটের সঙ্গে নিও-রেট্রো লুকে ধরা দিতে পারে এক্স350 এবং এক্স500। থাকবে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং উভয় চাকাতেই ডিস্ক ব্রেক। উন্নত ব্রেকিংয়ের জন্য মিলবে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এক মিডিয়া রিপোর্টে দাবি, হার্লে ডেভিডশনের মোটরসাইকেলটির সর্বোচ্চ গতি থাকবে 159 কিলোমিটার প্রতি ঘণ্টা এবং কার্ব ওয়েট ২০৭ কেজি।
১০ মার্চ তারিখে বিশ্ব বাজারে লঞ্চ হবে হার্লে ডেভিডশন এক্স350 এবং এক্স500। তবে সূত্রের খবর, বাইকদুটির বিক্রি প্রাথমিক ভাবে চিনের বাজারেই সীমাবদ্ধ রাখবে সংস্থা। কিন্তু উভয় মডেলই হার্লে ডেভিডশনের আন্তর্জাতিক লাইন- আপের অংশ হতে চলেছে। এর মানে ভবিষ্যতে ভারতেও লঞ্চ হতে পারে হার্লে ডেভিডশন এক্স350 এবং এক্স500।
চিনের কিয়ানজিয়াং গ্রুপের পাশাপাশি ভারতে হিরো মটোকর্প এর সঙ্গে গাঁটছাড়া বাধতে চলেছে হার্লে ডেভিডশন এবং এই মোটরসাইকেল ভারতে তৈরি হবে বলে খবর। আগামীদিনে এই দুই সংস্থার পার্টনারশিপে তৈরি মোটরসাইকেল বাজারে দেখা যেতে পারে। যদিও কবে থেকে শোরুমে হিরো-হার্লে এর মোটরসাইকেল পাওয়া যাবে তা এখন অফিশিয়ালি ঘোষণা করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।