বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আরও এক দুর্দান্ত স্কুটার আনছে হিরো মটোকর্প। তবে এটি আর পাঁচটা সাধারণ স্কুটির থেকে আলাদা। ম্যাক্সি ডিজাইনের স্কুটার। আবার বাইকের মতো শক্তিশালী ইঞ্জিন। পরবর্তী ট্রিপ জমে যাবে। ভারতীয় কোনও কোম্পানির পক্ষ থেকে এমন স্কুটার আগে দেখা যায়নি। তাই স্বাভাবিক ভাবেই Hero Xoom 160 নিয়ে উত্তেজনা বাড়ছে। এই স্কুটারে কী কী ফিচার পাবেন জেনে যান।
অবশেষে বহু প্রতীক্ষিত Hero Xoom 160 স্কুটার উন্মোচন করল হিরো মটোকর্প। হিরো ওয়ার্ল্ড 2024-এ এই স্কুটার সামনে এনেছে সংস্থা। বড় স্কুটারের বাজারে এটি সংস্থার প্রথম প্রোডাক্ট। যেখানে বাইকের সমান শক্তিশালী ইঞ্জিন পাওয়া যাবে। বিশ্ব বাজারে খুব সংস্থাই এমন স্কুটার লঞ্চ করেছে।
ইউরোপ ও আমেরিকার খুব কম দেশেই বিক্রি হয় ম্যাক্সি স্কুটার। ভারতেও বিক্রি হয়, তবে তা জাপানি সংস্থা ইয়ামাহা বিক্রি করে। প্রথম ভারতীয় টু হুইলার সংস্থা হিসাবে এই স্কুটার আনতে চলেছে হিরো। রূপে-গুণে যে এটি পাওয়াহাউস হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
স্কুটির সামনে রয়েছে বড় উইন্ডস্ক্রিন, V শেপ হেডলাইট যা সাধারণত অ্যাডভেঞ্চার মোটরসাইকেলে পাওয়া যায়। রয়েছে সিঙ্গেল পিস সিট এবং বড় ফ্লোরবোর্ড। পা রাখার জন্য অনেকটা লেগ স্পেস রয়েছে। স্কুটির পিছনে একটি বক্সও রাখতে পারবেন। যেখানে First Aid রাখতে পারেন রাইডার।
Hero Xoom 160-এর ইঞ্জিনের ক্ষেত্রে পাবেন 156 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। টেলিস্কপিক ফর্ক সাসপেনশন থাকবে ভারসাম্যর জন্য। সেরা ব্রেকিংয়ের জন্য দু চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক। থাকতে পারে অ্যান্টি লক ব্রেকিং বা ABS ও। 14 ইঞ্চি টায়ার মিলবে স্কুটারে।
ফিচার্স থাকবে LED হেডলাইট, টেল লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, USB চার্জিং, স্মার্ট কি ইত্যাদি। জানা গিয়েছে, আগামী 6 মাসের মধ্যে লঞ্চ হতে পারে এই স্কুটার। অর্থাৎ 2024 সালেই শোরুমে দেখা যাবে Hero Xoom 160।
কত দাম হতে পারে?
স্কুটারটি যে শীঘ্রই লঞ্চ হবে তা একপ্রকার নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক ঘোষণা হওয়া বাকি। 2024 সালেই বাজারে দেখা যেতে পারে এই মডেল। দাম থাকতে পারে 1.3 লাখ টাকা (এক্স-শোরুম)। এটি ছাড়াও 125 সিসির একটি Hero Xoom আনতে চলেছে হিরো মটোকর্প। যার ইঙ্গিতও দিয়ে রেখেছে সংস্থাটি।
প্রসঙ্গত, Hero Xoom আসার আগেই বাজারে এসেছে দু’দুটি মোটরসাইকেল। একটি Hero Xtreme 125R, আরেকটি Hero Mavrick 440। প্রথম বাইকটির দাম ঘোষণা করে ফেলেছে হিরো। দ্বিতীয় বাইকের বুকিং শুরু হবে ফেব্রুয়ারি থেকে।
এখানেই থেমে থাকবে না সংস্থা। হিরো মটোকর্প জানিয়েছে, 2024 ও 2025 সালে আরও একাধিক স্কুটার ও প্রিমিয়াম বাইক বাজারে আনবে তারা। যার মধ্যে থাকবে স্পোর্টস বাইক ও ম্যাক্সি স্কুটার। এখন দেখার সেগুলি গ্রাহকদের কতটা পছন্দ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।