বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় জনপ্রিয় নাম টেসলা। এবার স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এলন মাস্কের সংস্থাটি। চলতি বছরেই এই ফোন বিক্রি শুরু হতে পারে। কী ফিচার থাকছে? দাম কত? Samsung, Apple সহ স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলির কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন এলন মাস্ক।
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে মোবাইল ফোন দুনিয়ায় পা থাকতে চলেছে মার্কিন ধনকুবেরের সংস্থা Tesla। এতদিন ইলেকট্রিক গাড়ি বিক্রি করে জনপ্রিয়তা পেয়েও এবার স্মার্টফোন দুনিয়ায় প্রবেশ করতে চলেছে কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই ফোন বিক্রির দিনক্ষণও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে চলতি বছর ডিসেম্বরেই বিক্রি শুরু হয়ে যাবে Tesla Pi Phone। জানানো হয়েছে মহাকাশ গবেষণার বাজারে সাফল্য পাওয়ার পরে এবার স্মার্টফোন দুনিয়ায় পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন এলন মাস্ক।
রিপোর্টে জানানো হয়েছে Tesla -র প্রথম ফোনে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেতে 458 ppi পিক্সেল ডেনসিটি ও 120 Hz রিফ্রেশ রেট দিতে পারে মার্কিন সংস্থাটি। সর্বোচ্চ 1600 nits ব্রাইটনেস পাওয়া যাবে। থাকবে 8 GB RAM ও 512 GB স্টোরেজ। ফোনের পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 50 MP প্রাইমারি সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য পাবেন 40 MP সেন্সর। এই ফোনের ওজন প্রায় 240 গ্রাম।
এই ফোনের ভিতরে থাকতে পারে 5,000 mAh ব্যাটারি। প্রিমিয়াম সেগমেন্টে এই ফোন লঞ্চ করবে Tesla।
রিপোর্টে জানানো হয়েছে 70,000 টাকা থেকে 80,000 টাকার মধ্যেই এই ফোন বাজারে আসতে পারে।
দীর্ঘদিন ধরেই এলন মাস্কের সঙ্গে টুইটারের চাপানউতোর চলছে। প্রথমে টুইটার কেনার কথা জানালেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি। মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। যদিও সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্টে জানানো হয়েছে শেষ পর্যন্ত আগের দামেই টুইটার কিনতে চলেছে মাস্ক।
এর মধ্যেই চলতি সপ্তাহেই নতুন পারফিউম লঞ্চ করেছেন এলন মাস্ক। Burnt Hair নামের নতুন এই পারফিউম লঞ্চের খবর টুইট করে প্রকাশ করেছেন এলন। তাঁর মতে এটাই “বিশ্বের সেরা সুগন্ধি”। এমন কি নিজের টুইটার হ্যান্ডেলে নাম বদল করে Perfume Salesman করেছেন তিনি।
এলন মাস্ক জানিয়েছেন ইতিমধ্যেই 10,000 বোতল পারফিউম বিক্রি হয়েছে। তবে বিক্রি বাড়িয়ে 20,000 করাই লক্ষ্য। মজা করে এলন টুইটারে লিখেছেন। “অনুগ্রহ করে আমার পারফিউম কিনুন, তবেই আমি টুইটার কিনতে পারব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।