বিশ্ববাজারে সোনার দাম হু হু করে বাড়ছে। কিছুদিন পরপর রেকর্ড উচ্চতায় পৌঁছা যাচ্ছে মূল্যবান এই ধাতুর দাম। সোনার পাশাপাশি বাড়ছে রুপার দামও। সবশেষ তথ্যমতে, স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ১৬২ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে। কিন্তু এক বছরের মধ্যে সোনার দাম ৫ হাজার ও রুপা ৬৫ ডলারে পৌঁছাতে পারে।
ব্যাংক অব আমেরিকার বরাত দিয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ব্যাংকটি বলছে, ২০২৬ সালে সোনার দাম প্রতি আউন্স ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে, যেখানে গড় দাম থাকবে ৪ হাজার ৪০০ ডলার। রুপার দামও প্রতি আউন্স ৬৫ ডলারে উন্নীত হয়েছে, গড় দাম হবে ৫৬ দশমিক ২৫ ডলার।
ব্যাংক অব আমেরিকা প্রথম প্রধান ব্যাংক যারা সোনার ২০২৬ সালের দাম ৫ হাজার ডলার প্রতি আউন্সে উন্নীত করেছে। গত সপ্তাহে স্পট সোনার দাম প্রথমবারের মতো ৪ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৫৫ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশার কারণে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে।
এদিকে বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে। এতে কয়েক দফায় সর্বোচ্চ দামের নতুন করের্ড সৃষ্টি হয়েছে। সর্বশেষ সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করেছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।
শ্রাবন্তীকেও হার মানাবে এই অভিনেত্রী, বিয়ের পিঁড়িতে ৪ বার বসেছেন তিনি
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ৬৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৬ বার, আর কমেছে মাত্র ১৮ বার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।