নতুন লুকে নেইমার

নেইমার জুনিয়র

স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে চলে গেছেন নেইমার জুনিয়র। চলতি মৌসুমে তার খেলার সম্ভাবনা কম। জাতীয় দলের জার্সিতে খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েছেন তিনি।

নেইমার জুনিয়র

ওই ইনজুরি থেকে তাকে সুস্থ করে তুলতে এরই মধ্যে ব্রাজিলের চিকিৎসক রদ্রিগো লাসমার তার পায়ে সার্জারি করিয়েছেন। সফলও হয়েছে তার সার্জারি।

নেইমার তাই কিছুটা আলোর বাইরে ছিলেন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে নেইমারের নতুন লুক।

মুক্তির প্রথম দিনে ‘টাইগার থ্রি’ সিনেমার যত কোটি টাকা আয়

যেখানে দেখা যাচ্ছে নেইমার তার চুল একেবারেই ছোট করে ফেলেছেন। ট্যাটুতে ভরা শরীর। দাড়ি ছোট। তবে মোচটা সামান্য বড়। ব্রাজিলিয়ান তারকার এই নতুন লুকের কারণ জানা যায়নি।