ব্রাজিলিয়ান সেরি আ-তে বেশ কিছুদিন ধরে অবনমন অঞ্চলে ঘুরপাক খাচ্ছিল সান্তোস। নেইমারকে নিয়েও সুবিধা করতে পারছিল না সাও পাওলোর ক্লাবটি। আজকের আগে লিগের সর্বশেষ ৩ ম্যাচের একটিতেও জিততে পারেনি (দুই হার ও এক ড্র) সান্তোস। এর মধ্যে জুলাইয়ের শেষ সপ্তাহে ইন্তেরনাসিওনালের বিপক্ষে হারের ম্যাচে সমর্থকের সঙ্গে একচোট হয়েও গিয়েছিল নেইমারের!
ব্রাজিলিয়ান সেরি আ-তে বেশ কিছুদিন ধরে অবনমন অঞ্চলে ঘুরপাক খাচ্ছিল সান্তোস। নেইমারকে নিয়েও সুবিধা করতে পারছিল না সাও পাওলোর ক্লাবটি। আজকের আগে লিগের সর্বশেষ ৩ ম্যাচের একটিতেও জিততে পারেনি (দুই হার ও এক ড্র) সান্তোস। এর মধ্যে জুলাইয়ের শেষ সপ্তাহে ইন্তেরনাসিওনালের বিপক্ষে হারের ম্যাচে সমর্থকের সঙ্গে একচোট হয়েও গিয়েছিল নেইমারের!
অবশেষে বাজে সময় পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছেন নেইমার। সেরি আ-তে আজ ভোরের ম্যাচে ইউভেন্তুদের বিপক্ষে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা। নেইমারের জোড়া গোলে ভর করে সান্তোস ম্যাচটা জিতেছে ৩-১ ব্যবধানে।
সান্তোসের চেয়ে বেশি খুশি হওয়ার কথা ব্রাজিল সমর্থকদের। ২০২২ সালের আগস্টের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচ পুরো ৯০ মিনিট খেলেছেন নেইমার, ম্যাচে জোড়া গোলও করলেন ২০২২-এর আগস্টের পর এই প্রথম!
এ জয়ে পয়েন্ট টেবিলেও স্বস্তি মিলেছে সান্তোসের। ২০ দলের লিগে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস। লিগের ১৭ থেকে ২০ নম্বরে থাকা চার দল পরের মৌসুমে শীর্ষ লিগ থেকে অবনমিত হবে।
সাও পাওলোর স্তাদিও দো মরুম্বিতে আজ দুদল সমানে সমান লড়েছে। তবে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন নেইমার। সপ্তম মিনিটেই গোলের খুব কাছে চলে গিয়েছিলেন ব্রাজিল তারকা। তবে নেইমারের দারুণ ফ্রি-কিক বাঁদিকে ঝাঁপিয়ে কোনোমতে ঠেকিয়ে দিয়েছেন ইউভেন্তুদের গোলকিপার রুয়ান কারনেইরো।
পরের মিনিটে সান্তোসের পোস্ট কাঁপিয়ে দিয়েছে ইউভেন্তুদে। এর মধ্যে ২০ মিনিটে সান্তোসের জালে একবার বলও জড়ায় দলটি। তবে বল জালে জড়ানোর আগে অফসাইড পজিশনে থাকায় এনিওর গোলটি বৈধতা পায়নি।
ইউভেন্তুদে সুযোগ হাতছাড়া করলেও নেইমার সে ভুল করেননি। ৩৭ মিনিটে আলভারো বারিয়েলের শট ঠিকঠাক ধরতে পারেননি কারনেইরো। বক্সের ভেতর ফিরতি বল পেয়ে সহজেই সান্তোসকে এগিয়ে (১-০) দেন নেইমার। ৩ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন বারিয়েল।
প্রথমার্ধের যোগ করা সময়ে মার্সেলো এরমেসের কর্নারে উইলকার আনহেলের হেডে একটা গোল ফিরিয়ে দেয় ইউভেন্তুদে।
২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া সান্তোস দ্বিতীয়ার্ধে ইউভেন্তুদেকে আর তেমন সুযোগ দেয়নি। উল্টো ৮০ মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-১ করেন নেইমার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।