ব্যান্ড সঙ্গীত প্রিয় হয়ে থাকলে জুনায়েদ ইভানকে আপনার চেনার কথা। তিনি অ্যাশেজ ব্যান্ডের ভোকাল এবং এও জানেন, আজ ইভানের জন্মদিন। জন্মদিনে দারুণ একটা উপহারই পেলেন তিনি। নেইমারের বাড়িতে বেজেছে তার গাওয়া একটি গান।
বিশ্বাস হচ্ছে না? তথ্যটি সত্যই। নেইমারের বাড়িতে অ্যাশেজের গান বেজেছে কিশোরগঞ্জের রবিন মিয়ার কল্যাণে। নেইমারের সঙ্গে ভালো সম্পর্ক রবিন মিয়ার, সম্পর্ক ভালো নেইমারের পরিবারের সঙ্গেও। কাতার বিশ্বকাপে ব্রাজিল সুপারস্টারের প্রচারণার দায়িত্বে ছিলেন তিনি।
সেই রবিনই নেইমারের রিও’র বাসায় ইভানের গান বাজিয়েছেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যায়, বাংলো টাইপ বাড়িতে সুইমিংপুলের পাশে বড় পর্দায় ইভানের গানের লিরিক্স ভেসে উঠছে।
রবিন সেই পোস্টে ইভানকে ট্যাগ করেছেন। ভিডিওটি ইভানও তার টাইমলাইনে শেয়ার করে রবিন মিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। ইভান ও নেইমার সমর্থকদের মাঝেও তা ছড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।