স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে লম্বা সময় ধরে ফুটবল থেকে দূরে আছেন নেইমার জুনিয়র। তবুও ক্লাব কিংবা জাতীয় দলের খেলা দেখতে নিয়মিত হাজির তিনি। সেই ধারাবাকিতায় কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম ম্যাচ দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন এই আল হিলাল তারকা।
গ্যালারিতে বসে দলকে সমর্থন দেওয়া সুখকর হয়নি তার। কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা। যা মোটে ভালো লাগেনি নেইমারের। ক্যামেরা যে কয়বারই তার দিকে নিয়েছে, প্রত্যেকবারই দেখা যাচ্ছিল উত্তেজিত অবস্থায় নানা দিক নির্দেশনা দিচ্ছেন।
দলের ড্র করার দিনে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে দলকে সাহস জুগিয়েছেন নেইমার। তিনি সেখানে লেখেন, ‘আমরা যখন মাঠে খেলি তখন সবাই সেরাটা দিতে চেষ্টা করি। কিন্তু সবসময়ে সঠিকটা হয় না মাঠে। তবে আপনার হাতে সময় থাকে সেগুলো শোধরানোর। সবাই আমাদের থেকে আরো চায়, সবাই চেষ্টা করে। তাই দলের বাইরে যারা থাকে তারা বেশি চিন্তা করে ভেতরে যারা খেলে তাদের থেকে।’
দলকে সমর্থন দিয়ে পরবর্তীতে নেইমার বলেন, ‘বাইরে থেকে আপনার একটা লক্ষ্য মনে হবে যা মাঠের ভেতরে ঢুকলে মনে হবে, সেকেন্ডের ভেতরেই আপনাকে সব পরিবর্তন করতে হবে। তাই আমি আজকে দলকে সাহস জুগিয়েছি, সমর্থন করেছি কিন্তু আমি মাত্রা অতিক্রম করিনি। ম্যাচ শেষ হয়ে গেছে। আমাদের সামনের দিকে তাকাতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।