নিবন্ধন ছাড়াই চলছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল : স্বাস্থ্য অধিদপ্তর

ইউনাইটেড মেডিকেল কলেজ

জুমবাংলা ডেস্ক : সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় আলোচনায় আসা রাজধানীর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালটির কোনো নিবন্ধন নেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নিবন্ধন ছাড়াই প্রতিষ্ঠানটি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। নিবন্ধনের জন্য প্রতিষ্ঠানটি যে আবেদন করেছে সেটিও সঠিকভাবে হয়নি।

ইউনাইটেড  মেডিকেল কলেজ

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এমন তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান।

তিনি জানান, মঙ্গলবার হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এমন অনিয়ম ধরা পড়ে।

ডা. আবু হোসেন বলেন, ‘আমরা গতকাল বুধবার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়েছি। ওখানে গিয়ে তাদের লাইসেন্সের আবেদন প্রক্রিয়ায় ভুল পেয়েছি। এ ক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘ওরা যেভাবে আবেদন করেছে, সেভাবে আবেদন করা যাবে না। তাদের লাইসেন্স নেই এটা যেমন সত্য। আবার তারা লাইসেন্সের জন্য আবেদন করেছে, যা প্রক্রিয়াধীন, দুটোই সত্য। তবে তারা যে প্রক্রিয়ায় আবেদন করেছে তা ভুল।’

এক প্রশ্নের জবাবে ডা. আবু হোসেন মো. মইনুল আহসান বলেন, লাইসেন্স পাওয়ার আগে কোনো হাসপাতালই কার্যক্রম শুরু করতে পারে না। তিনি বলেন, শুধু ইউনাইটেড না, কোনো হাসপাতালই লাইসেন্স পাওয়ার আগে কার্যক্রম চালাতে পারে না।

১০ হাজার টাকা প্যাকেজে সুন্নতে খতনা করাতে গিয়ে আয়ানের পরিবারের কাছে চিকিৎসা বাবদ ৬ লাখ টাকা দাবি করছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, যদি এমন অর্থ দাবি করে থাকে, তাহলে আমরা বিধিসম্মত ব্যবস্থা নেব।

আয়ানের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানান তিনি। বলেন, গণমাধ্যমের নিউজ দেখে স্বাস্থ্য অধিদপ্তর স্বপ্রণোদিত হয়েই ৮ তারিখ একটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

এর আগে আজ ১২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনার বিচার দাবি করে মানববন্ধন করেছে আয়ানের স্বজনরা।

কাঁচা মরিচ দিয়ে ঘরোয়াভাবে তৈরি করুন টক দই

এসময় তারা চিকিৎসকদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, হাসপাতালের ডাক্তার সাঈদ সাব্বির ও ডা. তাসনুবা মাহজাবিনের ভুল চিকিৎসায় আয়ানের করুণ মৃত্যু হয়েছে। তাদের ফাঁসি চাই। আয়ানের মৃত্যুকে হত্যা বলে অভিযোগ করে তারা বলেন, এর আমরা সুষ্ঠু বিচার চাই। চিকিৎসা ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না।