বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিটিআরসির সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী একজন নাগরিক তার জাতীয় পরিচয় পত্র দ্বারা সর্বোচ্চ 15 টি সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং অনাকাঙ্ক্ষিতভাবে এর চাইতে বেশি সিম নিবন্ধিত হয়ে থাকলে কিংবা করা হলে যেকোনো সময় সিম গুলো বাতিল কিংবা অচল হয়ে পড়তে পারে। তাই বিড়ম্বনয় না পড়তে হলে অবশ্যই আমাদের জানা উচিত NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে । এটি যাচাই করার পরে আমরা আমাদের ইচ্ছা মতো নিবন্ধিত সিম গুলো বাতিল কিংবা সিম নিবন্ধন ট্রান্সফার করে নিতে পারব।
বর্তমানে হর হামেশাই দেখা যায় , অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের জাতীয় পরিচয় পত্র দিয়ে অন্য কারো সিম নিবন্ধন হয়ে গেছে। কিংবা আমরা অনেক সময় আমাদের প্রিয় ব্যক্তিদের কে বা পরিচিতজনদেরকে আমাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করে দিয়ে থাকে। তবে সমস্যার বিষয় হলো আপনার নামে নিবন্ধিত সিম দিয়ে যদি কেউ প্রতারণা কিংবা অবৈধ কোন কর্মকাণ্ড সংঘঠিত করে , তাহলে সম্পূর্ণ দায়ভার আপনার উপর বর্তাতে পারে। এজন্য অবশ্যই আমাদের জানা উচিত অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে অন্য কারো সিম রেজিস্ট্রেশন হয়েছে কিনা।
বর্তমানে জাতীয় পরিচয়পত্র ছাড়াও বাংলাদেশের কয়েকটি ডকুমেন্ট দিয়ে সিম নিবন্ধন করা যায়। যেমন পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। সচরাচর পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুব একটা মানুষ সিম নিবন্ধন করে না, জাতীয় পরিচয় পত্র দিয়ে ৯৯% মানুষ তাদের সিম নিবন্ধন করে থাকে। আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে এটি আপনার চেক করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। এটি যাচাই করতে আপনাকে কাস্টমার রিটেলার পয়েন্টে যেতে হবে না।
সিম রেজিস্ট্রেশন যাচাই করতে হলে আপনার নামে নিবন্ধিত যেকোনো সিম নাম্বার ব্যবহার করে এস এম এস করতে হবে। এবং এটির মাধ্যমে জানতে পারবেন কোন অপারেটরের কয়টি সিমবন্ধিত, এবং নাম্বার গুলোর আংশিক ভিজিট, এবং উক্ত এনআইডি দিয়ে সর্বমোট কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে।
এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক করার উপায় : এনআইডি বা আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে এটি জানতে হলে আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে টাইপ করুন *16001# , এরপরে আপনার আইডি কার্ডের শেষের ৪ ডিজিট টাইপ করে send করুন। ফিরতি এসএমএসে আপনাকে জানানো হবে আপনার নামে কোন কোন অপারেটরের কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে এবং সিমের আংশিক নাম্বার সমূহ। এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে উক্ত সিমটি আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে।
* মোবাইলের ডায়াল অপশনে যান * সিম রেজিস্ট্রেশন যাচাই কোড *16001# ডায়াল করুন * Nid কার্ডের শেষ চার ডিজিট টাইপ করুন। ফিরতি এসএমএসের আপনার জাতীয় পরিচয়পত্র বা এন আইডি দিয়ে নিবন্ধিত মোট প্রিপেইড বা পোস্টপেইড সিমের তালিকা দেখানো হবে । তবে নম্বরগুলো সম্পূর্ণ দেখানো হবে না । প্রতিটি নম্বরের প্রথম তিন ভিজিট ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে। উদাহরণ +88016xxxxx123
জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধত সিমের তালিকা জানার জন্য প্রতিটি সিম অপারেটরের নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও আলাদা আলাদা সিমের জন্য আলাদা আলাদা কোড এবং মেসেজের অপশন রয়েছে যা হল-
গ্রামীণফোন সিম থেকে মোবাইলে মেসেজ অপশন থেকে টাইপ করুন ‘info’ এবং সেন্ড করুন 4949 , অথবা টাইপ ‘Reg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।