নিহত দুই ভক্তের পরিবারকে ক্ষতিপূরণ দিলেন সুরিয়া

তামিল অভিনেতা সুরিয়া

বিনোদন ডেস্ক : ভক্তদের কাছে তারকারা যেন ঈশ্বরের আরেক রূপ! তারকাদের নিয়ে অনুরাগীদের পাগলামি নতুন কিছু নয়। প্রিয় অভিনেতার বড় বড় ছবি টাঙানো, বাজি ফাটানো, কেক কাটা, বাড়ির সামনে জড়ো হওয়ার মতো ঘটনা নিয়মিত ঘটে। তবে তা বিষাদে রূপ নিতে পারে, তা বোধ হয় অনেকে স্বপ্নেও ভাবে না। সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটল ভারতের পালনাড়ু জেলায়।

তামিল অভিনেতা সুরিয়া

তামিল সুপারস্টার সুরিয়ার জন্মদিন উপলক্ষে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুই অনুরাগী।

পুলিশ সূত্রে জানা গেছে, অন্ধ্র প্রদেশের পালনাডু জেলার মপুলাভারিপালেম গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাক্কা ভেঙ্কটেশ ও পলুরি সাই মারা গেছেন। দুজনই অভিনেতা সুরিয়ার ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ফ্লেক্সের একটি রড ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়। এদিকে মর্মান্তিক এই ঘটনা পৌঁছে গেছে অভিনেতা সুরিয়ার কাছেও। অভিনেতা শোক প্রকাশ করে বলেন, ‘আমার গভীর সমবেদনা রয়েছে এই দুই পরিবারের প্রতি। এ ঘটনার আকস্মিকতায় হতবাক আমি।

খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা।’ শোক প্রকাশের পাশাপাশি মৃত দুই ভক্তের পরিবারকে আর্থিক সহয়তা করেছেন সুরিয়া। সেই সঙ্গে পরিবারের একজনের চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

দক্ষিণের জগতের খুব বিখ্যাত নাম সুরিয়া। সাম্প্রতিক সময়ে অভিনেতার ‘সুরারাই পোত্রু’ ও ‘জয় ভীম’ সিনেমা বেশ আলোড়ন ফেলে দিয়েছিল।

শাহরুখের সঙ্গে নাচলেন এক হাজার নারী

সম্প্রতি সুরিয়ার বলিউডে পা রাখার কথাও শোনা যাচ্ছে। ‘রং দে বাসন্তী’ খ্যাত পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরার সঙ্গে কাজের কথা চলছে সুরিয়ার। মহাভারতের কর্ণ চরিত্রটিকে নিয়েই ওম প্রকাশ একটি সিনেমা তৈরি করতে চলেছেন, আর তাতে কর্ণের চরিত্রে দেখা যাবে সুরিয়াকে। বর্তমানে নিজের আসন্ন চলচ্চিত্র ‘কাঙ্গুভা’ নিয়ে ব্যস্ত রয়েছেন সুরিয়া। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হয়েছে।

সূত্র : পিংকভিলা