জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের লোহাগড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানিফা আহমেদ ও তার মামা শামীমের পরিবারকে সমবেদনা জানিয়েছেন জামায়াত ইসলামীর নেতারা।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) রাতে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে দলটির নেতারা তাদের স্বজনদের সমবেদনা জানাতে যান।
এসময় জামায়াত নেতারা বলেন, তানিফা আহমেদ ছিলেন জুলাই বিপ্লবের অগ্রসৈনিক ও বীর সেনানী। তার এ বীরত্বগাথা দেশ ও জাতি চিরদিন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে।
গত বুধবার (০২ এপ্রিল) চট্টগ্রামের লোহাগড়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় সকাল ৭টায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন প্রাণ হারান। চট্টগ্রাম থেকে ফেরার পথে তানিফা ও তার মামা শামীম, মামী, ২ মামাতো বোন মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন। এতে শামীমের এক বন্ধু তার স্ত্রী সহ ও আরেকজন বন্ধু এবং ড্রাইভারসহ একই পরিবারের ছয়জন মর্মান্তিকভাবে প্রাণ হারান।
চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের অন্যান্য সদস্যদের সার্বিক খোঁজ-খবর নেন ও চট্টগ্রাম মহানগরী আমিরের সঙ্গে একান্তে কথা বলেন এবং চিকিৎসার জন্য তার সার্বিক সহযোগিতা কামনা করেন জামায়াত নেতারা।
সেলিম উদ্দিন বলেন, মরহুম তানিফা আহমেদ স্বৈরাচার ও ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে এক ঐতিহাসিক ভূমিকা পালন করে বাংলাদেশের ইতিহাসে স্থায়িভাবে স্থান করে নিয়েছেন। তার এ ঐতিহাসিক অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ মোদির সঙ্গে যেসব বিষয়ে কথা হলো ইউনূসের
এ সময় মহানগরী আমীরে সঙ্গে আরো উপস্থিত ছিলেন কর্নেল (অব) আব্দুল বাতেন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, পল্লবী দক্ষিণ থানা আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম, যুব বিভাগ সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসানুল বান্না চপল, পল্লবী জোন প্রচার-মিডিয়া সেক্রেটারি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, যুব বিভাগ, সিনিয়র সহসভাপতি ঢাকা মহানগরী উত্তর নাসির উদ্দিন সজল প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।