বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম সে-রনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার সিউলের সিওংডংগুতে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে করে মাত্র ২৪ বছর বয়সেই থামল অভিনেত্রীর জীবন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কিম আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে সেখানকার পুলিশ।
কোরিয়া হেরাল্ডে প্রকাশিত তথ্য অনুযায়ী, এক বন্ধু এ দিন বাড়িতে এসে কিমকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। এরপরে ওই বন্ধু পুলিশকে খবর দেন।
২০পদে ২২০ জনকে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা, এসএসসি পাসেও আবেদন
বিকেল ৪টা ৫০ মিনিট নাগাদ পুলিশকে ফোন করেন তিনি। পুলিশ এসে কিমের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিমের মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।