বিনোদন ডেস্ক : ভারতের বিহার রাজ্যের ভাগলপুরের নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ভোজপুরি সিনেমার অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ। গতকাল শনিবার রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওই অভিনেত্রীর নাম অমৃতা পাণ্ডে।
পুলিশ জানিয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে শাড়িতে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তার ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগে তার হোয়াটসঅ্যাপে ‘রহস্যজনক’ একটি পোস্ট করা হয়। সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, স্বামীর সঙ্গে মুম্বাইতে থাকতেন অমৃতা। সম্প্রতি তিনি বিহারের ভাগলপুর এসেছিলেন এক আত্মীয়ের বিয়েতে। এরপরই তিনি সেখানে আরও কিছু দিন থাকবেন বলে ঠিক করেন। গতকাল অনেক রাত পর্যন্ত তিনি জেগে থাকেন এবং হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট লেখেন। এর কয়েক ঘণ্টা পরই তাকে মৃত অবস্থায় সেই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।
হোয়াটসঅ্যাপের পোস্টে অমৃতা লিখেছেন, ‘ওর জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে ওর সফর সহজ করে দিয়ে গেলাম।’
অভিনেত্রীর আত্মীয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক দিন ধরেই অবসাদে ভুগছিলেন অমৃতা। এতে তার বেশ কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছিল। চিকিৎসাও নিচ্ছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



