Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home নিজ হাতে ‘ইউটিউবার’ মেয়েকে খুন করলেন বাবা
    বিনোদন

    নিজ হাতে ‘ইউটিউবার’ মেয়েকে খুন করলেন বাবা

    February 6, 20234 Mins Read

    বিনোদন ডেস্ক : নিজ হাতে মেয়েকে খুন করলেন বাবা! প্রথমে শ্বাসরোধ, তারপর গুলি। নিজের বাড়িতেই নির্মমভাবে খুন হন এক তরুণী ইউটিউবার। নিহত ইউটিউবারের নাম টিবা আলি খান। বয়স ২২ বছর। নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত তিনি ইউটিউবে ভিডিও পোস্ট করে জানাতেন টিবা। ইদানীং ভক্তসংখ্যাও বাড়তে শুরু করেছিল তাঁর।

    ইউটিউবার

    ঝলমলে উচ্ছল মেজাজের মেয়ে টিবা। হাত নেড়েচেড়ে তাড়াহুড়ো করে নিজের ভাল থাকার কথা বলেন। হাজার হাজার অনুরাগী, অনুগামীকেও নিত্য ভাল থাকার রসদ জোগান, সেই মেয়ে না কি তাঁর পরিবারের ‘লজ্জার কারণ’ হয়ে দাঁড়াচ্ছিলেন! সম্প্রতি সেই মেয়েকেই নিজে হাতে খুন করলেন তাঁর বাবা! ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে ওই ইউটিউবারের ভক্তদের মধ্যে। টিবার নৃশংস হত্যার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে পৃথিবীজুড়ে।

    ইরাকের মেয়ে টিবা। রক্ষণশীল সমাজে বড় হয়েছেন। পরিবারও রক্ষণশীল। সেই পরিবার থেকে বেরিয়ে ইউটিউবার তারকা হওয়ার জন্য অনেক লড়াই করতে হয়েছিল তাঁকে। নিজের বাড়িতে তো বটেই, নিজের দেশও ছেড়েছিলেন টিবা। থাকতেন তুরস্কে। সঙ্গে থাকতেন তাঁর প্রেমিকও। তিনি সিরীয় বংশোদ্ভূত। ইউটিউবেই নিজেদের বাগদানের কথা ঘোষণা করেছিলেন টিবা।

    সম্প্রতি তুরস্ক থেকে ইরাকে নিজের বাড়ি ফিরেছিলেন। দীর্ঘ পাঁচ বছর পর এসেছিলেন বাবা-মায়ের কাছে। তবে টিবা বাড়িতে আসার পর থেকেই তাঁকে নিয়ে সমস্যা শুরু হয়। অশান্তি মেটাতে পুলিশকেও আসতে হয়েছিল বাড়িতে। ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রী সাদ মানও সে কথা জানিয়েছেন। একটি বিবৃতি দিয়ে সাদ বলেছেন, ‘‘টিবা আলি এবং তাঁর আত্মীয়দের সমস্যার একটি স্থায়ী সমাধান করার চেষ্টা করেছিল পুলিশ।’’ কিন্তু সেই সমাধানসূত্র যে কোনো কাজেই দেয়নি তা স্পষ্ট হয়ে যায় গত ১ ফেব্রুয়ারি সকালে টিবার রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার পর।

    পুলিশ জানিয়েছে, গত ৩১ জানুয়ারি রাতে মেয়েকে ঘুমের মধ্যেই শ্বাসরোধ করে খুন করেন তাঁর বাবা। তারপর গুলিও করেন। তবে খুন করার পর তা গোপন করেননি টিবার বাবা।

    পুলিশ জানিয়েছে, টিবার বাবা নিজেই এসে পুলিশের কাছে স্বীকার করেন, খুন তিনিই করেছেন। কেন খুন করেছেন, তার কারণও জানান। ইউটিউবার টিবার বাবা প্রকাশ্যেই খুনের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘‘লজ্জা ধুয়ে ফেললাম।’’

    টিবার মৃত্যুর খবর পেয়ে চমকে যান দুইদিন আগে তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে আসা পুলিশকর্তারাও। ইরাকের এক সংবাদ সংস্থাকে তাঁরা বলেন, ‘‘আমরা শুনে বিস্মিত হয়ে গিয়েছিলাম। এমনটা যে হতে পারে ভাবতেই পারিনি। জানলে হয়তো অন্য পদক্ষেপ করতাম।’’ এরপরেই খবরটি ছড়িয়ে পড়ে আগুনের গতিতে। দেশের ইউটিউব প্রভাবশালী টিবার মৃত্যুর খবর এবং মৃত্যুর ধরনে চমকে যান ইরাকের মানুষ। মেয়েরা প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে পথে নামেন। বিক্ষোভের তীব্রতা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। টিবার মৃত্যুর পর প্রকাশ্যে আসতে থাকে নানা তথ্য। ইরাকের মানবাধিকার কর্মী হানা এদোয়ার একটি ভয়েস রেকর্ডিং দিয়ে জানান, টিবাকে শুধু ইউটিউবার হওয়ার জন্যই দেশ ছাড়তে হয়নি। নিজের বাড়িতেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ২২ বছরের এই তরুণী। হানা জানিয়েছেন, যে ভয়েস রেকর্ডিংটি তাঁর হাতে এসেছে, তাতে স্পষ্ট শোনা যাচ্ছে টিবা, তাঁর মা এবং বাবার কথোপকথন। যেখানে বার বার টিবা তাঁর বাবা-মাকে ‘তোমার ছেলে’ বলে ক্ষোভ দেখাচ্ছেন। চিৎকার করছেন। একই সঙ্গে তাঁকে বলত শোনা যায়, ‘‘তোমাদের ছেলের সঙ্গে এক ছাদের তলায় আমি থাকব না।’’ যদিও হানার দেওয়া ওই ভিডিও রেকর্ডিং সত্যিই টিবা এবং তাঁর বাবা-মায়ের কথোপকথন কি না, তা যাচাই করা যায়নি।

    ২০১৭ সালে পরিবারের সঙ্গে তুরস্কে বেড়াতে গিয়েছিলেন টিবা। শোনা যায়, তারপর আর সেখান থেকে ফিরে আসতে চাননি তিনি। তাঁর এই সিদ্ধান্তে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল পরিবার। কিন্তু টিবা জেদ ছাড়েননি। তারপর থেকে তুরস্কেই স্বাধীনভাবে থাকতে শুরু করেছিলেন টিবা। তবে পরিবার কখনই তা মেনে নেয়নি। টিবা অবশ্য সেই আপত্তিকে গুরুত্বও দেননি। টিবা ইউটিউব ভিডিওতে তাঁর নিত্যদিনের জীবনযাপনের যে সমস্ত ভিডিও পোস্ট করতেন, তাতে রক্ষণশীলতা ছিল না একেবারেই। প্রতি মুহূর্তে নিজের দেশের রক্ষণশীল মনোভাবকে ভেঙে বেরোচ্ছিলেন টিবা। টিবার ভিডিওতে যেমন তাঁর খোলামেলা পোশাকের ছবি থাকত, তেমনই প্রেমিকের সঙ্গে বিভিন্ন মুহূর্তের দৃশ্যও থাকত। সেই সব মুহূর্তের বেশ কিছু তাঁদের একান্ত যাপনেরও। টিবার সঙ্গে তাঁর প্রেমিকের ওই রসায়ন পছন্দ করতেন ইউটিউবে তাঁর অনুরাগীরা। গত বেশ কয়েক মাসে টিবার অনুগামী সংখ্যা অনেক বেশি হারে বাড়ছিল ইউটিউবে। টিবাও নিয়ম করে পোস্ট করতেন তাঁর ভিডিও।

    এদিকে টিবার মৃত্যুতে ইরাকের মেয়েরা প্রশ্ন তুলেছেন। তাঁরা বলেছেন, ‘‘আমাদের সমাজে নারীরা আসলে কিছু পুরুষের অহংআর পিছিয়ে পড়া রীতির খাঁচায় বন্দি। মেয়েদের বাঁচানোর জন্য যথাযথ আইন এবং সরকারি উদ্যোগের অভাব রয়েছে। তাই এভাবে নিজেদের বাড়িতেই অত্যাচারিত হতে হয় মেয়েদের।’’ পোস্টার হাতে এই সমস্ত পুরুষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলে ইরাকের মেয়েরা বলেছেন, যত দিন না এঁদের বিরুদ্ধ কড়া পদক্ষেপ করা হচ্ছে, ইরাকে এভাবেই খুন হতে হবে মেয়েদের। এই দাবিতে রবিবারও বাগদাদে পথে নেমেছিলেন ইরাকের মেয়েরা। বিশ্বজুড়ে উঠেছে টিবার সুবিচারের দাবি। তবে তাঁদের সেই দাবিরও জবাব আগেই দিয়েছেন টিবার বাবা।

    উন্মুক্ত নাভিতে দুর্দান্ত বেলি ড্যান্স দিয়ে ঝড় তুললো তরুণী

    টিবার বাবা তাঁর স্বীকারোক্তিতে জানিয়েছেন, তিনি পরিবারের সম্মানরক্ষায় হত্যা করেছেন মেয়েকে। ইউটিউবারকে হত্যার অপরাধে যদি বা তিনি শাস্তি পান, তবে সেই শাস্তিও কম হবে। কারণ ইরাকে সম্মানরক্ষায় কোনো অপরাধ করলে অপরাধীকে কম সাজা দেওয়া হয়! আইনের ধারা জেনে নিয়েই নিজের মেয়েকে হত্যা করেছেন টিবার বাবা।

    সূত্র : আনন্দবাজার পত্রিকা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ইউটিউবার করলেন খুন নিজ নিজ হাতে মেয়েকে খুন বাবা বিনোদন মেয়েকে হাতে
    Related Posts
    জংলি

    ‘জংলি সিনেমা দেখার পরে, এত কান্না করেছি মেকআপ নষ্ট হয়ে গেছে’

    May 12, 2025
    সালমান

    বিশ্বের সেরা দুই মাকে দেওয়ার জন্য ধন্যবাদ বাবা : সালমান খান

    May 12, 2025
    অনামিকা ঐশী মামুন

    অনামিকা ঐশী-মামুন-লায়লা: টিকটক বিতর্কে জর্জরিত ত্রিমুখী সম্পর্কের গল্প

    May 12, 2025
    সর্বশেষ সংবাদ
    Xiaomi 15 Ultra
    Xiaomi 15 Ultra: ২০২৫ সালের সব থেকে সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন!
    অ্যাপল স্মার্ট গ্লাস
    অ্যাপল স্মার্ট গ্লাসের জন্য বিশেষ চিপ তৈরি করছে AI সার্ভারের উদ্দেশ্যে
    রাফাল ভূপাতিতের সত্যতা
    রাফাল ভূপাতিতের সত্যতা নিয়ে ভারতীয় বিমানবাহিনীর অবস্থান
    মোদি
    ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা চলবে: মোদি
    শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত
    শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা আজ
    ভারতীয় সেনাবাহিনীর
    ভারতীয় সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ
    আজ আন্তর্জাতিক নার্স
    আজ আন্তর্জাতিক নার্স দিবস, পিছিয়ে পড়ছে নার্সিং পেশা
    গেজেট পাওয়ার পর আ.লীগের
    আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত গেজেট প্রকাশের পর: সিইসি
    মহেশপুরে অবৈধ পারাপারের
    মহেশপুরে অবৈধ পারাপারের সময় নারী-শিশুসহ ২২ জন আটক
    Apple MacBook Pro M2
    Apple MacBook Pro M2: Price in Bangladesh & India
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.