নিজেই নিজেকে ১০ কোটি মূল্যের উপহার দিলেন কিং খান

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : ইতিমধ্য়েই দেশ-বিদেশের ভক্তদের মন জয় করেছে শাহরুখ খান, দিপীকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ছবি ‘পাঠান’। ছবিটি মুক্তি পেয়েছে ওটিটিতেও। আর এবার প্রকাশ্য়ে এল নয়া খবর। শোনাযাচ্ছে, এই ছবির আকাশছোঁয়া সাফল্য়ের পর নিজের জন্য় ১০ কোটির উপহার কিনলেন কিং খান। কী সেই উপহার?

শাহরুখ খান

বলিউড সূত্রে খবর, সম্প্রতি ১০ কোটি মূল্য়ের একটি এসইউভি (SUV) কিনেছেন বলিউড বাদশা। অর্থাৎ,মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ এবং অডির পর কিং খানের গ্য়ারেজে জায়গা হল আরও একটি নতুন গাড়ির।

শাহরুখ খানের মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ এবং অডি থেকে মডেলের একটি চিত্তাকর্ষক সংগ্রহ রয়েছে। রোলস-রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ এসইউভি গাড়িটির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

জানা যাচ্ছে, শাহরুখ খানকে মুম্বাইয়ের রাস্তায় এই গাড়ি চালাতে দেখা গেছে। SRK-এর নতুন গাড়ির বাইরের অংশে এ আর্কটিক সাদা এবং ভিতরে সাদা চামড়া রয়েছে।

ছেলে ও শাকিবের সঙ্গে বুবলীর নতুন ভিডিও প্রকাশ

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবি ছিল এটি।

সূত্র: এবিপি আনন্দ