নিজেকে বিয়ে করা সেই অভিনেত্রী অন্তঃসত্ত্বা, কতটা সত্যি?

কনিষ্কা সোনি

বিনোদন ডেস্ক : নিজেই নিজেকে বিয়ে করেছিলেন ভারতীয় অভিনেত্রী কনিষ্কা সোনি। চলতি বছরের আগস্টের এই ঘটনায় শুরু হয়েছিল তুমুল চর্চা। বিয়ের তিন মাস পর খবর, সেই কনিষ্কাই নাকি অন্তঃসত্ত্বা! এই খবরে চক্ষু চড়কগাছ নেটপাড়ার। কী করে সম্ভব এটা!

কনিষ্কা সোনি

এই মুহূর্তে নিউইয়র্কে ছুটির মেজাজে রয়েছেন কণিষ্কা। সেখানকার একটি পার্কে মজাদার কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেই ভিডিয়ো দেখার পরই কণিষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। কিন্তু কতটা সত্যি এই খবর?

কণিষ্কা জানিয়েছেন, ভুড়ি কিংবা চর্বির কারণে তাকে অন্তঃসত্ত্বা ভাবাটা একেবারেই যুক্তিযুক্ত নয়। অভিনেত্রীর সাফ কথা, তিনি সেলফ ম্যারেড হলেও সেলফ প্রেগন্যান্ট নন। বিদেশে ছুটি কাটানোর কারণে মন ভরে খাচ্ছেন মুখরোচক খাবার। তাই হালকা ভুড়ি বেড়েছে, সঙ্গে ওজনও।

চলতি বছরের আগস্টে নিজেই নিজেকে বিয়ে করার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ২৪ বছর বয়সী কণিষ্কা। করেছেনও। সে কারণে বহু মানুষের কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সে সব সমালোচনার কড়া জবাবও দিয়েছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কণিষ্কা লিখেছিলেন, ‘আমার নিজেকে বিয়ে করার সিদ্ধান্তে অনেকেই চোখ কপালে তুলছেন। কিন্তু আমি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী। আমার মনে হয়, শুধুমাত্র সঙ্গমের জন্য বিয়ে হয় না। ভালোবাসার জন্য বিয়ের মতো সুন্দর সম্পর্ক তৈরি হয়।’

বলিউডের ‘মুন্নি’ এবার নতুন অবতারে

এও লেখেন, ‘এই বিষয়গুলো থেকে আমার বিশ্বাস চলে গিয়েছে। তাই আমি একাই বাঁচতে চাই। আমার পোস্ট গুগল ট্রেন্ডে এক নম্বরে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু এই লাইমলাইটটা পাওয়া আমার উদ্দেশ্য ছিল না।’