আন্তর্জাতিক ডেস্ক : সোফি মাউরি (২৫) নামের এক যুবতী নিজেকে বিয়ে করেছিলেন। বিয়ের ২৪ ঘন্টা নিজেই নিজেকে সময় দেন। ২৪ ঘন্টা এভাবে কাটিয়ে দেন। তারপর সিদ্ধান্ত নিয়েছেন নিজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটানো উচিত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছেন যে, ফেব্রুয়ারিতে নিজেকে তিনি বিয়ে করেন। বিয়ের সাদা পোশাক এবং স্বর্ণের টায়রা পরা ছবি পোস্ট করেন। নিজেই নিজের বিয়ের কেক প্রস্তুত করেন। তিনি লিখেছেন, আমার জীবনের এই সবচেয়ে ঘটনাবহুল মুহূর্তে বিয়ের পোশাক কিনলাম। নিজেই বানালাম একটি কেক। তার নিজেকে নিজের ভালবাসা দেখে অন্য অনেকে তাকে সমর্থন করেন।
অন্যরা বলেন, তিনি এ কাজ করছেন শুধু নিজের বিষয়ে মনোযোগ আকর্ষণ করার জন্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন ব্যবহারকারী বলেন, এটা আমিও হতে পারতাম। অভিনন্দন এই চমৎকার বিয়েতে। আরেকজন লিখেছেন, বিশ্বাস করুন এটাই হলো বেস্ট ম্যারিজ। আরেকজন লিখেছেন, এই বিয়ে টিকবে না। আরেকজন লিখেছেন, টুইট এবং মনোযোগের জন্যই সবকিছু।
শেষ পর্যন্ত সত্যি সোফির নিজেকে বিয়ে বেশি সময় স্থায়ী হয়নি। একদিন পরেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপডেট পোস্ট করেন। তাতে লিখেছেন- আপডেট। আমি নিজেকে বিয়ে করেছি। এটাকে আর টেনে নিতে পারছি না। আমি বিচ্ছেদের ইস্যু নিয়ে ভাবছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।