মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন স্বস্তিকা দত্ত। তারপর টিভি ধারাবাহিকে অভিনয় করেন। পরবর্তীতে বড় পর্দায় পা রেখে নজর কাড়েন এই অভিনেত্রী।
৩১ বছরের স্বস্তিকা আলাদাভাবে নিজের শরীরের যত্ন নিচ্ছেন। আগের চেয়ে অনেকটাই তার বাহ্যিক পরিবর্তন ঘটেছে। দর্শকের কাছেও যাতে একঘেয়ে না হয়ে ওঠেন, তার জন্য সদাসতর্ক ‘পারব না আমি ছাড়তে তোকে’ খ্যাত এই তারকা।
ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে নায়িকাদের খোলামেলা পোশাক, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়—এটা ইন্ডাস্ট্রির অলিখিত ‘নিয়ম’! যদিও টলিউড অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, শ্রুতি দাস খোলামোলা পোশাক পরবেন না বলেছেন। তাহলে স্বস্তিকা কী করবেন?
জবাবে এই অভিনেত্রী বলেন, “মিমি চক্রবর্তীকে ‘রক্তবীজ টু’ সিনেমায় বিকিনিতে দেখেছেন। নিজেকে তৈরি করে তবেই এই দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছেন মিমিদি। আমিও এটাই করব।”
স্বস্তিকা আগে খোলামেলা পোশাকের জন্য শরীর গড়বেন। চিত্রনাট্যে ঘনিষ্ঠ দৃশ্যের কতটা প্রয়োজন, সেটা আগে বুঝবেন; তারপর রাজি হওয়ার কথা ভাববেন বলেও জানান স্বস্তিকা।
কারাগারে মৃত্যুর আগে নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল, স্ত্রীর অভিযোগ
অরিত্র মুখার্জি পরিচালিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পরই ত্রিকোণ প্রেমের সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে যুক্ত হন স্বস্তিকা। তার বিপরীতে দুই নায়ক গৌরব চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত। বিশ্বকর্মা পূজার আগের দিন থেকে শুটিং শুরু করবেন বলেও জানান এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।