ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
রবিবার (৩ আগস্ট) রাতেও তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিবকে নিয়ে মন্তব্য করেন।
জয় একটি নিজের ছবি পোস্ট করে তাতে লেখেন, ‘শাকিব খান এর দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই।
কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারেনা সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী ততো বড় স্টার না।’
এদিকে এর আগের দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা শবনম বুবলীর পোস্ট করা কিছু ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, নিউ ইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে শাকিব খান ও বুবলী তাদের ছেলে বীরকে নিয়ে সময় কাটাচ্ছেন। ছবিগুলোতে পরিবারকে একসঙ্গে আনন্দঘন মুহূর্তে দেখা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।