মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল পরিচিত সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর ও টিকটক তারকা টাকার জোনাল মারা গেছেন। গত ১১ ডিসেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩১ বছর বয়স হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই কারসন জেনাল ও কনর জেনাল।

বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ ডিসেম্বর টাকার জেনাল আত্মহত্যা করে মারা গেছেন বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষক।
এদিকে তার ভাই কারসন ও কনর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টে তাদের ভাইকে স্মরণ করেছেন। সেখানে তারা লিখেছেন, ‘ঠিক কোথায় থেকে শুরু করব বুঝতে পারছি না। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু এবং একজন ভালো বড় ভাই ছিলে। আমার পুরো জীবন তোমার দিকে তাকিয়ে এবং তোমার দেখানো পথ অনুসরণ করার চেষ্টা করে কাটিয়েছি। কারণ, তুমি আমার নায়ক ছিলে।’
এছাড়াও লিখেছেন, ‘আমি জানি, একটি বিষয় নিশ্চিত এবং তা হলো, আমরা আবার দেখা না হওয়া পর্যন্ত বাকি জীবন তোমার দিকে তাকিয়েই কাটিয়ে দেব।’
প্রসঙ্গত, টাকার জেনালের টিকটকে প্রায় ২৬ লাখ ফলোয়ার ছিল। এতে প্রায়ই দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় পোস্ট করতেন। সেই সঙ্গে ভাইদের সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ এবং গেমে অংশ নেয়ার ভিডিও-ও শেয়ার করতেন।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রায় ৩ লাখ ৫০ হাজার ফলোয়ার ছিল তার। সেখানেও দৈনন্দিন জীবনের কনটেন্ট ও ছবি পোস্ট করতেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



