জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুমকে (৪৫) পুলিশের হাতে তুলে দিয়েছে তার স্ত্রী ও সন্তানসহ স্থানীয় লোকজন।
অসা’মাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় এক নারী ও উজ্জল মিয়া নামে এক সহযোগিকেও আটক করা হয়।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার সরকার পাড়ার নিজ বাসা থেকে ওই নেতাকে আটক করা হয়।
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ও একটি নাশকতা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি দুজনকেও আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আব্দুল কাইয়ুম প্রায়ই এ ধরণের অসা’মাজিক কার্যকলাপে লিপ্ত হতো। কিছুদিন আগে আখাউড়ার একটি হোটেলেও তিনি নারীসহ ধরা পড়েন।
ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার সরকার পাড়ার চারতলায় তার স্ত্রী ও সন্তানেরা থাকলেও সে আলাদাভাবে নিচতলায় থাকতেন। রবিবার সকালে উজ্জলের সহযোগিতায় এক নারীকে বাসায় ডেকে এনে অসা’মাজিক কার্যকলাপে লিপ্ত হন। এ সময় তার স্ত্রী-সন্তান ও এলাকার লোকজন তাকে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, আব্দুল কাইয়ুম এর আগেও এ ধরণের কাজে লিপ্ত হয়ে ধরা খায়।
তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।