নিজের বাবা, ভগ্নিপতি ও তার বাবাকে খুনের পর তরুণীর কাণ্ড

তরুণীর কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : নিজের ভগ্নিপতি, তার বাবা এবং নিজের বাবাকে গুলি করে হত্যার পর নিজের ওপর গুলি চালান যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বাসিন্দা ওই আফগান বংশোদ্ভুত নারী খোসাই শরিফী।

তরুণীর কাণ্ড

কর্তৃপক্ষের জানায়, এই ঘটনা ঘটানোর আগে ওই নারী প্রকাশ্যে ভগ্নিপতির বিরুদ্ধে বছরের পর বছর ধরে তার বোনকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ করেছেন। তার দাবি, তার বোনের সঙ্গে যখন এমন অন্যায় করা হচ্ছিল তখন অন্য আত্মীয়রা এর প্রতিবাদ করেনি।

গত ২৩ আগস্ট বিকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন খোসাই শরিফী নামের ওই নারী। তার বোনকে চড়, লাথি, মুখে ঘুষি মারা আর শ্বাসরোধ করার বর্ণনা তুলে ধরেন তিনি। তিনি জানান, বোনের সঙ্গে তার স্বামীর আচরণও ছিল খুবই বাজে।

ফেসবুকে নিজেকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের লিনে বসবাসরত একজন আফগান নারী হিসেবে উল্লেখ করেছেন শরিফী। নিজের পোস্টে তিনি লেখেন, ‘আমার মা-বাবা এবং তার মা-বাবা এতো বছর ধরে জানতেন। কিন্তু আসলে তারা তেমন কিছুই করেননি। বরং বলতেন, ‘তোমরা আলাদা হলে লোকে কী বলবে?’

নিজের বাবার বিরুদ্ধেও মায়ের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ তোলেন তিনি। এ ধরনের মানসিকতার পরিবর্তন দরকার বলে উল্লেখ করেন তিনি। শেষ পর্যন্ত বোনের আরোগ্য কামনা করে ওই ফেসবুক পোস্টের ইতি টানেন শরিফী। নিজের বিভীষিকাময় অভিজ্ঞতা তাকে মানসিকভাবে চরম বিপর্যস্ত করে তুলেছিলো।

স্থানীয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই পোস্টের কয়েক মিনিটের মাথায় শরিফী তার বাবা ৬৬ বছরের মোহাম্মদ শরিফী এবং ৩৪ বছরের ভগ্নিপতি সানজার হালিনকে গুলি করেন। তাদের উভয়েই ঘটনাস্থলে মারা যান। পরে ভগ্নিপতির বাবা ৫৬ বছরের আব্দুল হালিনের গাড়িতে বসেই গুলি করে তাকে হত্যা করেন শরিফী। এরপর প্রায় আধা মাইল গাড়ি চালিয়ে একটি মুদি দোকানের বাইরে সেটি পার্ক করেন তিনি। তার নিজের ওপর বন্দুক চালিয়ে আত্মহত্যা করেন।

১ কেজি সবজির দাম হাজার টাকা

শুধু প্রতিশোধ নেওয়াই এই ট্রিপল মার্ডারের উদ্দেশ্য ছিল কিনা সেটি নিশ্চিত করতে পারেননি প্রসিকিউটররা। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস বলছে, তারা সোশ্যাল মিডিয়ায় দেওয়া ওই পোস্টের ভিত্তিতে কোনও মন্তব্য করবে না। সূত্র: দ্য গার্ডিয়ান