নিজের বেডরুম সিক্রেট ফাঁস করলেন বিদ্যা বালান

বিদ্যা বালান

বিনোদন ডেস্ক : অভিনয় দুনিয়ায় অভিনেত্রী বিদ্যা বালান একজন অত্যন্ত জনপ্রিয় মুখ। পরিণীতা থেকে শুরু করে তুমহারি সুলু, আবার অন্যদিকে ভুল ভুলাইয়া থেকে শুরু করে দ্যা ডার্টি পিকচার, বিদ্যা বালানের অভিনয়ের জুড়ি মেলা ভার। কখনো তিনি অভিনয় করছেন গণিতের শিক্ষিকার ভূমিকায় আবার কখনো তিনি তৈরি করছেন রকেট। কখনো তাকে দেখা যাচ্ছে মঞ্জুলিকা হিসেবে আবার কখনো তিনি সিল্ক। অভিনয় দক্ষতার মাধ্যমে প্রতিটি চরিত্রকে ফুটিয়ে তোলা যেন তার বা হাতের খেলা।

বিদ্যা বালান

তবে জমাটি অভিনয়ের পাশাপাশি তার স্বভাবটাও সকলের থেকেই একেবারে হাটকে। একইভাবে আকর্ষণীয় তার সেন্স অফ হিউমার। যারা তাকে প্রশ্ন করেন তাদের সাথে জমিয়ে গল্প করতে এবং তাদের প্রশ্নের একটা ভালো উত্তর দিতেও তার জুড়ি মেলা ভার। এবারে তারই একটা ছোট্ট নিদর্শন আমরা দেখতে পেলাম বলিউডের অন্যতম বড় প্রযোজক করন জোহরের রিয়েলিটি শো কফি উইথ করনে।

কিছুদিন আগে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রানবির সিং করেছিলেন তাঁর ন. গ্ন ফটোশুট। এই ফটোশুটের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে হয়েছিল ব্যাপকভাবে ভাইরাল এবং আগুনের মতো ছড়িয়ে পড়েছিল প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। এই ফটোশুট নিয়ে অনেক অভিনেত্রী তাদের মন্তব্য রেখেছিলেন। কিন্তু সব থেকে মজাদার মন্তব্যটা কিন্তু করেছিলেন অভিনেত্রী বিদ্যা বালন। তিনি বলেছিলেন, এরকম ফটোশুট নিয়ে তার কোন রকম সমস্যা নেই। বরং যারা এই ফটোশুট দেখতে চাইছেন না তারা নিজেদের চোখ বন্ধ করে রাখুন, যেমন আমি রাখছি। বলিউড দুনিয়ায় অভিনেত্রী বিদ্যা বালানের এই সমস্ত বিন্দাস বোল্ড মন্তব্য সবসময় সকলের নজর কেড়ে নেয়।

আর সেরকমই কিছু মন্তব্যের ঝলক আবারও আমরা দেখলাম কফি উইথ করণ শোতেও। কিছুদিন আগেই করণ জোহরের অত্যন্ত জনপ্রিয় একটি রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন অভিনেত্রী বিদ্যা বালান। সেখানেই করণ তার ব্যক্তিগত জীবন এবং বেডরুম সিক্রেট এর সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন করেন। আর সেই সমস্ত প্রশ্নের দারুন উত্তর দিয়ে সকলের মন জিতে নেন অভিনেত্রী বিদ্যা বালান।

করণ জোহর সেই অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করেছিলেন, তিনি নিজের বেডরুমে কিরকম ধরনের আলো পছন্দ করেন, খুব বেশি জোরালো আলো নাকি অত্যন্ত অন্ধকার ঘর পছন্দ করেন বিদ্যা বালন, নাকি তার মাঝারি আলো ঘরই পছন্দ? বিদ্যা বালান সেই প্রশ্নের উত্তরে বলেন, তার বেডরুমে তিনি মাঝারি উজ্জ্বলতার আলো রাখতে বেশি পছন্দ করে থাকেন।

‘স্মার্টরা’ বিরত থাকেন যেসব কাজে

অন্যদিকে নিজের বেডরুমে তিনি কি রাখতে পছন্দ করেন মোমবাতি নাকি হালকা মিউজিক? সেই প্রশ্নের উত্তরে বিদ্যা বললেন, তার দুটোই বেশ পছন্দের। এছাড়াও বিদ্যা বালনের ঘরের বেডশীট নিয়েও প্রশ্ন উঠে। সে প্রশ্নের উত্তরে তিনি জানান, তার কটন বেডশীট অত্যন্ত পছন্দ এবং তিনি সেই ধরনের বেশি ব্যবহার করেন।