Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home নিজের বিয়ের কেক ৫৫ বছর পর কাটলেন মা, খেলেন ছেলে
আন্তর্জাতিক

নিজের বিয়ের কেক ৫৫ বছর পর কাটলেন মা, খেলেন ছেলে

Shamim RezaFebruary 27, 20243 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : নিজ বাসার ফ্রিজ পরিষ্কার করছিলেন ট্রাভিস মার। আর তখনই ফ্রিজের এক কোনায় পরে থাকতে দেখেন এক টুকরা কেক। প্রথমে বুঝতে পারেননি, তবে মায়ের সঙ্গে কথা বলতেই জানা যায়, এই কেকের টুকরাটির বয়স ৫৫ বছর এবং সেটি ট্রাভিসের মা-বাবার বিয়ের কেক!

বিয়ের কেক

ট্রাভিসের বাবা ডা. ব্রায়ান মার মারা গেছেন ২০২৩ সালের জুনে। ১৯৬৮ সালে বিয়ে হয় কানাডার স্যামন আর্ম এলাকার বাসিন্দা ডা. ব্রায়ান মার ও রোচেল মারের। রোচেলের কোনো এক বান্ধবীর মা বিয়ের উপহার হিসেবে কেক বানিয়ে পাঠিয়েছিলেন। সে সময়ের একটা রীতি ছিল বিয়ের প্রথম বার্ষিকী, রজতজয়ন্তী বা সুবর্ণজয়ন্তী কিংবা প্রথম সন্তানের জন্ম অথবা সন্তানের বিয়ে উদ্‌যাপনের জন্য বিয়ের যেকোনো একটি খাবারের স্মৃতি সংরক্ষণ করতে হবে। সেই স্মৃতি হিসেবেই কেকের অংশটুকু পড়ে ছিল ফ্রিজের কোনায়, তা-ও ১-২ বছর নয়, পাক্কা ৫৫ বছর! এই কেকের কথা বেমালুম ভুলেই গিয়েছিলেন রোচেল মার।

ট্রাভিস সিবিসিকে (কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন) বলেন, ‘মোড়ানো এ জিনিসটি বিভিন্ন সময় ফ্রিজ পরিবর্তন করতে গিয়ে আমার চোখে পড়েছিল। এক ফ্রিজ থেকে আরেক ফ্রিজে স্থান পেয়েছে। তবে কখনো আলাদা করে সেভাবে খেয়াল করিনি যে এটা কী। খুলেও দেখা হয়নি। চলতি বছর জানুয়ারি ১৪ তারিখ ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আবারও চোখে পড়ায় ভাবলাম, ভালোভাবে দেখি এটা কী। দেখলাম, এর নিচে লেখা আছে, ‘২০১৮ সালের আগে এটা খুলবে না’।

ট্রাভিস আরো বলেন, ‘কেকটা খুঁজে পাওয়ার আগে আমরা এর সম্পর্কে কেউ জানতাম না। মা-ও ভুলে গিয়েছিলেন। খুলে দেখি, কেকটি প্রায় অক্ষত। কেকের টুকরাটি পাওয়ার পর মাকে জিজ্ঞাসা করি। মা-ই নিশ্চিত করেন যে এটি তাদের বিয়ের কেকের টুকরা। এমনকি মা বলেন, ৫৫ বছর আগে কেকের অংশটি অবিকল ও রকমই ছিল। ঘ্রাণটাও একই আছে’। মায়ের মুখ থেকে এ কথা শুনে ট্রাভিস সামান্য একটু কেক চেখেও দেখেছেন। খেতে নাকি বেশ!

পিপলের প্রতিবেদন অনুসারে, ট্রাভিসের মা-বাবার বিয়ের ৫০ বছর পূর্তি হয় ২০১৮ সালে। তবে ২০১৮ সাল পেরিয়ে ট্রাভিসের বাবা বেঁচে ছিলেন ২০২৩ সাল পর্যন্ত। তার ইচ্ছা ছিল ওই কেক দিয়ে ৫০তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করবেন। কিন্তু ভুলে যাওয়ায় সেটি আর হয়নি।

কী হবে কেকের টুকরাটির

মা-বাবার বিয়ের ৫৫ বছরের পুরোনো কেকটি খাওয়ার পরিকল্পনা করছে মার পরিবার। ট্রাভিসের বাকি ২ ভাই-বোনসহ মায়ের সঙ্গে এই কেক খাওয়া হবে বলে জানান তিনি। এরই মধ্যে বাকি ২ ভাই-বোনকে ট্রাভিস তার বাসায় দাওয়াত দিয়েছেন। ট্রাভিস বলেন, ‘ফ্রুটকেক আমার অনেক পছন্দের খাবার। পুরোনো হয়ে গেছে দেখে এটা খাওয়া যাবে কি না, সে ব্যাপারে অনেকেই সন্দিহান। তবে খোঁজ নিয়ে দেখেছি, ১৬১ বছরের পুরোনো কেকও খাওয়া হয়েছে। আর এই কেকের পুষ্টিমান একটু কমে গেলেও কেকটা ভালো আছে বলে নিশ্চিত করা হয়েছে’।

কানাডার ইউনিভার্সিটি অব গুয়েল্ফের খাদ্যনিরাপত্তা বিভাগের অধ্যাপক কিথ ওয়ারিনার কেকটি যে এখনো ভালো আছে, তা পরীক্ষাগারে যাচাই করে নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিরিক্ত অ্যালকোহল, চিনি ও চর্বি দিয়ে প্রস্তুত হওয়ায় কেকটি এখনো ভালো আছে। ফ্রিজে থাকায় এর আর্দ্রতা কম ছিল। ফলে মাইক্রোবায়ালের বিস্তার ঘটেনি। তাই এই কেক সম্পূর্ণ নিরাপদ না হলেও খেলে অন্তত কেউ মারা যাবে না। তবে বেশি খেলে সামান্য পেটব্যথা হতে পারে।

জঙ্গলের মাঝে সারি দিয়ে অদ্ভুত পাহাড়, এ যেন প্রকৃতির এক আজব খেলা

ট্রাভিস জানান, এ রকম একটা স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়ায় তার পরিবার আপ্লুত।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘বিয়ের ৫৫ cake আন্তর্জাতিক কাটলেন কেক খেলেন ছেলে নিজের পর বছর বিয়ের কেক মা
Related Posts
অং সান সু চি

অং সান সু চি হয়তো মারা গেছেন, বললেন তাঁর ছেলে

December 16, 2025
নোবেল মাচাদো

নোবেল নিতে যাওয়ার পথে যেভাবে আহত হলেন মাচাদো

December 16, 2025
Biya

যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব

December 15, 2025
Latest News
অং সান সু চি

অং সান সু চি হয়তো মারা গেছেন, বললেন তাঁর ছেলে

নোবেল মাচাদো

নোবেল নিতে যাওয়ার পথে যেভাবে আহত হলেন মাচাদো

Biya

যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব

সৌদি আরব

রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

মুকেশ আম্বানি

নীতা আম্বানি এই লোকের সঙ্গে মুকেশ আম্বানির চেয়েও কেন বেশি সময় কাটান

হজ ও ওমরাহযাত্রীর শিশু

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিলো সৌদি

যাযাবর উপজাতি

বিয়ের জন্য যুবতীরা যেখানে বাছাই করেন পুরুষ

প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

পাঁচ বছরে নাগরিকত্ব ত্যাগ করেছেন প্রায় ৯ লাখ ভারতীয়

অস্ট্রেলিয়ায় মুসলিম যুবক

হামলাকারীর অস্ত্র ছিনিয়ে অস্ট্রেলিয়ায় প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

সৌদি যুবরাজ

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি যুবরাজের!

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.