তিন সন্তান নিয়ে সানি লিওনের পরিবার আজ পরিপূর্ণ—কন্যা নিশা এবং যমজ পুত্র নোয়া ও অ্যাশরকে ঘিরেই তাঁর সংসার। তবে এই পরিবার গঠনের পেছনে রয়েছে এক গভীর, আবেগঘন ও কম আলোচিত অধ্যায়।
প্রথমে নিশাকে দত্তক নেন সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। এরপর সারোগেসির মাধ্যমে আসে নোয়া ও অ্যাশর। সারোগেট মাকে তাঁরা নিয়মিতভাবে অর্থসাহায্য দিতেন, এমনকি সানির কথায়, সেই টাকায় ওই নারী একটি বাড়িও কিনে ফেলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানালেন, সন্তান ধারণে তাঁর নিজস্ব কোনো ইচ্ছা ছিল না। তবে মা হতে চাওয়ার ইচ্ছে থেকেই তাঁরা আইভিএফ-এর (IVF) পথ বেছে নেন। সেই সময় ডিম্বাণু সংরক্ষণ করে মোট ছটি ভ্রূণ তৈরি করা হয়—যার মধ্যে চারটি কন্যা এবং দুটি পুত্র ছিল।
এখানেই আসে কষ্টের অধ্যায়। সানির দাবি, চিকিৎসকের গাফিলতিতেই চারটি কন্যাভ্রূণ নষ্ট হয়ে যায়। তিনি বলেন, “যখন দেখি ফ্রিজের বয়ামগুলো ফাঁকা, বুকটা হাহাকার করে উঠেছিল। আমরা বাইরে কিছু বলতে পারিনি, কিন্তু আমি আর ড্যানিয়েল একে অপরের আশ্রয় হয়ে উঠেছিলাম।”
Xiaomi 16 Series : 100W চার্জিং ও শক্তিশালী Snapdragon প্রসেসর সহ আসছে নতুন স্মার্টফোন
এরপর তাঁরা চিকিৎসক বদল করেন এবং সারোগেসির সিদ্ধান্ত নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।