বিনোদন ডেস্ক : চারিদিকে মুশোখের ভিড়ে চেনা যায় কাছের মানুষকে? মন খারাপের খবর রাখে কাছের মানুষ? এই প্রশ্নগুলো আগেই রেখেছিলেন অভিনেতা-প্রযোজক দেব। এই প্রশ্নের জবাব খানিক মিলল, আবার অনেক নতুন প্রশ্নও হাজির করল ‘কাছের মানুষ’-এর ট্রেলার। শনিবার মুক্তি পেল দেব-প্রসেনজিৎ জুটির পুজো রিলিজ ‘কাছের মানুষ’-এর প্রথম ঝলক।
কারুর মৃত্যু আপনার কাছে নতুন জীবন? আপনার কাছের মানুষ আপনার উপর অভিমান করে নিজেকে শাস্তি দিলে আপনি পারবেন নিজেকে ক্ষমা করতে? ছবির ট্রেলারে এমন কিছু প্রশ্ন রাখলেন দেব ওরফে কুন্তল।
শুরুতেই ভেসে উঠল অনুপ কুমার, বিকাশ রায় অভিনীত ‘জীবন কাহিনি’ ছবির আইকনিক দৃশ্য। তারপর শুরু ‘কাছের মানুষ’-এর গল্প। কুন্তল (দেব)-এর ‘কাছের মানুষ’ তারই ভুলে শয্যাশায়ী। মায়ের (তুলিকা বসু) জন্য় প্রাণপাত করতে রাজি দেব। পাশাপাশি হতাশা, আত্মগ্লানি ঘিরে ধরেছে তাঁকে। আচমকাই তাঁর জীবনে এন্ট্রি একটা জীবনবিমা কোম্পানির এজেন্ট সুদর্শনের। সেই ভূমিকাতেই রয়েছেন প্রসেনজিৎ। কুন্তলের মৃত্যুতে অনেক ফায়দা সেই বিমা কোম্পানির এজেন্টের। সে কুন্তলকে বোঝায়, ‘কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে’। তাই মায়ের জীবনটা মসৃণ করতে দেবকে মরতে হবে। কীভাবে হবে মৃত্যু? তারই নানারকম ফন্দি দেবকে বাতলে দেন প্রসেনজিৎ। যদিও সব প্ল্যানই শেষমুহূর্তে ভেস্তে যায়।
এমনই সময় দেবের জীবনে দমকা হওয়ার মতো ধেয়ে আসে ‘কাছের মানুষ’ ইশা। যে নতুন করে বাঁচতে শেখাবে তাঁকে। জানাবে, ‘টাকা থাকলেই ভালো থাকা যায় না, কাছের মানুষগুলোকেও তো ভালো রাখতে হবে নাকি’। এরপরই আস্তে আস্তে বদলায় দেবের ভাবনা। কিন্তু জীবনমৃত্যুর এই দোলাচল শেষে কোন ভয়ঙ্কর পরিণতি নেবে? জীবনবিমা কোম্পানির এজেন্ট সুদর্শন বাস্তবেই শেষ করে দিতে চাইছে কুন্তলকে? নাকি এই মুখোশের আড়ালে রয়েছে কোনও কাছের মানুষ? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৩০শে সেপ্টেম্বর সিনেমা হলে।
গত বছর ‘মহালয়া’য় এই ছবির আনুষ্ঠিক ঘোষণা সেরেছিলেন দেব। তারপর থেকেই ছবি ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। পুজোর বক্স অফিসে টলিউডের দুই সুপারস্টারকে একসঙ্গে পর্দায় দেখতে আগ্রহী দর্শক। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই টলি সুপারস্টার, তবে সেটা ছিল মাল্টিস্টারার ছবি।
এরপর প্রযোজক-অভিনেতা দেবের ‘ককপিট’-এ ক্যামিও রোলে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। কিন্তু পরিচালক পথিকৃৎ বসুর ‘কাছের মানুষ’-এর কেন্দ্রবিন্দুতেই রয়েছেন এই দুই তারকা। এর আগে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘টোটাল দাদাগিরি’, ‘ফিদা’ এবং ‘কে তুমি নন্দিনী’র মতো ছবি পরিচালনা করেছেন টলিপাড়ার ইয়াং ব্রিগেডের অন্যতম পরিচালক পথিকৃৎ বসু। এবার নিজেকে ভাঙছেন পরিচালক। ছবির কাহিনিকারও পথিকৃত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।