বিনোদন ডেস্ক : নিজের পুরনো পোশাকগুলো নিয়ে কী করেন অমিতাভ বচ্চন? কী হয় সেগুলো দিয়ে? আপনি কি জানেন? উত্তর শুনে আপনি অবাক হবেনই। ফ্যাশন রিসাইকেলিং ঠিক কী?

অমিতাভ বচ্চনের বয়স হয়তো প্রায় ৮০, কিন্তু এটা মানতেই হবে যে, তাঁর স্টাইল এখনও অসাধারণ। তিনি যেরকম লেটেস্ট স্টাইলের স্যুট পরেন বা সাদা কুর্তা-পাজামা পরার সময়ে নানা ধরনের সুন্দর শাল নেন, তা তাঁর ব্যক্তিত্বকেও হাইলাইট করে।
অমিতাভ তাঁর পোশাক খুব কমই রিপিট করেন। যা দেখে বোঝাই যায় যে, এই মেগাস্টারের পোশাকের কোনও অভাব নেই। কিন্তু পুরনো বা ট্রেন্ডের বাইরের পোশাক নিয়ে বিগ বি কী করেন? আপনিও যদি এই বিষয়ে না জানেন, তাহলে আজই জেনে নিন।
যদিও অমিতাভকে বেশিরভাগই সাস্টেনেবল ফ্যাশনে দেখা যায়। তবে তিনি অভিজ্ঞের মতো ফ্যাশনের ট্রেন্ডকেও অনুসরণ করেন। যাঁরা ফ্যাশন ট্রেন্ডের দিকে নজর রাখেন, তাঁদের সুবিধা আছে বেশ কিছু। তাঁরা স্টাইলিশ থাকেন সব সময়। আর এই কথাও ঠিক যে, একজন তারকাকে ফ্যাশন থেকে আউট হয়ে যাওয়া ড্রেসিং বাদ দিতে হয়। এই পরিস্থিতিতে পড়েন অমিতাভ বচ্চন নিজেও।
তখন তিনি পুরনো পোশাক কি ফেলে দেবেন? না, পুরনো পোশাক ফেলে দেন না অমিতাভ। তিনি হয় এই জামাকাপড় অভাবী মানুষদের দিয়ে দেন অথবা নিরাপদে রাখেন। এ ছাড়া অমিতাভ পুরনো জামাকাপড় নিয়ে আরও একটি কাজ করেন।
অমিতাভ বচ্চনও কিছু পুরনো কাপড় বাঁচিয়ে রাখেন। এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে জানিয়েওছিলেন। সেই সময়ে তিনি ফ্যাশন রিসাইক্লিংয়ের কথাও বলেছিলেন। অমিতাভ বিশ্বাস করেন যে, বর্তমানে যে ফ্যাশন ট্রেন্ড রয়েছে তা কোনও না কোনও সময়ে পুনরাবৃত্তি হয়। এমন পরিস্থিতিতে নতুন ট্রেন্ড অনুযায়ী পুরানো পোশাককেও পুরোপুরি মানানসই হতে দেখা যায়। এই কারণেই তিনি তাঁর প্রিয় কিছু আউট অফ ডেট ফ্যাশনের পোশাকও রাখেন।
আসলে, ফ্যাশন জগতে দুটি থিয়োরি অনুসরণ করা হয়, প্রথম ফ্যাশন সাইকেস এবং দ্বিতীয় ফ্যাশন রিসাইক্লিং। ফ্যাশন রিসাইক্লিং কী? যে কোনও পোশাক, জুতো বা অন্যান্য আইটেম আবার ট্রেন্ডে ফিরে আসাকে বোঝায়। এটা বিশ্বাস করা হয় যে, প্রতি ১৫ বা ২৫ বছরে একটি ফ্যাশন রিপিট হয়। যাইহোক, এটা নিশ্চিত যে, যখন একটি স্টাইল আবার ট্রেন্ডে থাকে, তখন এটি ঠিক আগের মতোই থাকে না। বরং তাতে কিছু পরিবর্তন অবশ্যই হয়।
যেমন ধরুন পোলকা ডটসের কথাই বলি। পোলকা ডটস যা আবার আমাদের মধ্য়ে ‘ববি প্রিন্ট’ বলেও পরিচিত। পোলকা ডটসের আসল বয়স কিন্তু ১০০ বছরেরও বেশি। প্রথম ১৯২০ সালে ডিজনি মিনি মাউজের ড্রেসে এই ডটস দেখা গিয়েছিল। এরপর নানা সময়ে ফিরে এসেছে পোলকা ডটস।
এরপর ‘ববি’ নামে একটি হিন্দি ছবি রিলিজ হয়। সেই ছবিতে অভিনয় করেছিলেন ডিম্পল কাবাডিয়া। ডিম্পলকে একটি পোলকা ডটস টপ পরতে দেখা যায়। সেটা সাতের দশক ছিল। এরপর আবার একবিংশ শতাব্দীতে ফিরে আসে। এখন পোলকা ডটস ফ্যাশনে ইন।
ফ্যাশন সাইকেলের শেষ ২টি ধাপ
চার নম্বর ধাপটি হল Decline। যখন স্টাইলিংয়ের ট্রেন্ড ধীরে ধীরে যেতে শুরু করে। এটি বেশিরভাগ ক্ষেত্রেই হয়। বিশেষ করে যখন, একই সেকশনে নতুন ফ্যাশন ট্রেন্ড বাজারে আনা হয়।
টাটা আম্বানিকেও টক্কর দিবে এই ৪ অভিনেত্রী, যাদের রয়েছে প্রাইভেট জেটও
যেমন, বেল-বটম প্যান্ট একসময় সবাই পরত, কিন্তু পরে যখন স্ট্রেট কাট প্যান্ট এবং ফিটেড জিন্স বাজারে আসে, তখন বেল বটমসকে বেছে নেওয়ার সম্ভাবনা কম হতে থাকে। এখন যদিও আবার বেল বটমস ফ্যাশনে ইন। পঞ্চম এবং শেষ ধাপ হল হল Obsolescence, অর্থাৎ সম্পূর্ণভাবে ট্রেন্ডের বাইরে চলে যাওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



