বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির নানি আনোয়ারা খাতুন (৯২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দীঘির বাবা অভিনেতা সুব্রত।
তিনি জানান, তার মা বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। আজ সকালে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। বাদ আসর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মাকে দাফন করা হবে।
নানির মৃত্যুতে শোকাহত দীঘি। ফেসবুকে পোস্টে তিনি বলেন, ‘আমার নানু, আমার বুড়ি আজ সকালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সবাই আমার নানির বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।
আমার পরিবারে কেউ ভালো নেই। আশা করি, সবাই বিষয়টি বুঝতে পারছেন। আমাকে ফোনে সময়মতো না পেলে ভুল বুজবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।