বিনোদন ডেস্ক : ভারতের চলচ্চিত্রের ইতিহাসে সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছেন এস এস রাজামৌলি। আঞ্চলিক ছবি বলে বেশিরভাগ সময় ভালো মানের হলেও দক্ষিণী ছবি সেভাবে আলোচনায় উঠে আসে না। সেই আঞ্চলিকতার বাধা পেরিয়ে পুরো ভারতে রাজামৌলির ছবি সর্বাধিক আয়ের রেকর্ড গড়েছিল। ছবির নাম ‘বাহুবলী: দ্য কনক্লুশন’।
২০১৫ সালে রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবি মুক্তির পর ‘বাহুবলী: দ্য কনক্লুশন’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ভক্তরা। ২০১৭ সালে মুক্তির প্রথম দিন ছবিটি আয় করেছিল ২২৪ কোটি রুপি। বাহুবলী দিয়ে ভারত ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। পরিচিতি পান ছবির তারকারাও।
গতকাল ২৫ মার্চ মুক্তি পেয়েছে রাজামৌলির নতুন ছবি ‘আরআরআর’। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ছবিটি মুক্তির প্রথম দিনে আয়ের হিসাবে ‘বাহুবলী’র আয়কেও ছাড়িয়ে গেছে। তার মানে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন রাজামৌলি। গড়েছেন নতুন রেকর্ড। ভারতের চলচ্চিত্রের ইতিহাসে মুক্তির প্রথম দিন সর্বাধিক আয়কারী সিনেমা এখন ‘আরআরআর’।
‘আরআরআর’, ‘বাহুবলী’র আগে ‘মাগাধিরা’, ‘ইগা’, ‘ছত্রপতি’র মতো জনপ্রিয় সব সিনেমা বানিয়েছেন রাজামৌলি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৬ সালে পেয়েছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।