নিজের সমান মাছ কিনে খেয়ে বিপদে ফুড ব্লগার

গ্রেট হোয়াইট শার্ক

আন্তর্জাতিক ডেস্ক : ফুড ব্লগার শব্দটা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ইন্টারনেটের জগতে। এমনই এক ফুড ব্লগার এবার মাথায় হাত দিয়ে বসে পড়লেন নিজের সাইজের একটি মাছ খেয়ে।

গ্রেট হোয়াইট শার্ক

তিনি ফুড ব্লগার। খাবারের তত্ত্বতালাশ দেওয়া তাঁর কাজ। ইন্টারনেটে নানা খাবারের হদিশ দেওয়া এই ফুড ব্লগারদের ক্রমশ কদর বাড়ছে।

ইন্টারনেটে এখন তাঁদের অনেক ফলোয়ার। চিনের বাসিন্দা এমনই এক ফুড ব্লগার এবার মহা মুশকিলে পড়েছেন। ১টি মাছ খেতে গিয়ে তাঁর রাতের ঘুম উড়ল।

টিজি নাম দিয়ে ওই ফুড ব্লগার তরুণী নানা খাবারের খোঁজ দেন। তিনি একটি ভিডিও প্রকাশ করেন যেখানে দেখা যায় তিনি একটি মাছ কিনছেন। যে সে মাছ নয়, বিরল প্রজাতির তালিকায় থাকা একটি গ্রেট হোয়াইট শার্ক বা সাদা হাঙর।

বিরল প্রজাতির তালিকায় থাকায় এমন হাঙর কেনার ওপর নানা নিয়ম জারি রয়েছে। ওই ফুড ব্লগার মাছটি শুধু কেনননি, নিজের সাইজের ওই মাছটিকে মশলা মাখিয়ে রান্না করে খেয়েও ফেলেছেন। আর সেই ভিডিও তিনি শেয়ার করেছেন।

বিরল প্রজাতির হাঙর কিনে এভাবে খাওয়াটা আইন বিরুদ্ধ। চিনে যে বন্যপ্রাণ সংরক্ষণ আইন রয়েছে তার বিরুদ্ধে গেছে এভাবে ওই বিরল প্রজাতির হাঙর কেনা এবং খাওয়া। ফলে বিপুল অঙ্কের জরিমানার মুখে পড়তে হয়েছে ওই ফুড ব্লগারকে। ভারতীয় মুদ্রায় জরিমানার অঙ্ক ১৫ লক্ষ টাকা।

ব্লাউজ ছাড়া উপচে পড়ছে ভরা যৌবন, সোহিনীর ছবি তুমুল ভাইরাল

৬.৬ ফুটের ওই হাঙরটিকে ফুড ব্লগার তরুণী যেভাবে খেয়েছেন তাও শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন মাছটির ল্যাজার অংশটি তিনি গ্রিল করে খেয়েছেন। বাকি অংশ রান্না করে। জরিমানার ধাক্কায় সেই স্বাদ গ্রহণ আপাতত লাটে উঠেছে।