বিনোদন ডেস্ক : নিজের ভাবমূর্তি বদলাতে চান এক সময়ের আলোচিত বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। বর্তমানে সিনেমায় খুব বেশি নিয়মিত নন এই অভিনেত্রী। বলিউডের এই ইঁদুর দৌড়েও নিজেকে শামিল করতে চান না। এছাড়া উইকিপিডিয়ায় তাকে ভারতের ‘সে..ক্স সিম্বল’ তকমাটা দেওয়াতেও আপত্তি জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলেন, ‘এগুলো কারা লেখে তা আমার জানা নেই। মানুষ কি উইকিপিডিয়াকে গুরুত্ব দেয়। আমি দেয় না। এখন কী করব? আমার ইমেজ কীভাবে বদলাবো? আমি জানি না। এমনকি আমি এসব বিষয়ে নজরও দেয় না। আমি শুধু যা করছি সেদিকে নজর দেয়।’
এছাড়া মল্লিকা জানান, পিআরদের সঙ্গে তার কোনো যোগাযোগে নেই। নিজের কথা নিজেই বলতে বেশি পছন্দ করেন তিনি। সৎ হওয়ায় নাকি অনেক সময় বিপদেও পড়েন। অন্যরা কী করছেন, কিংবা তাদের পিআররা কী করছেন, তা নিয়েও মাথা ব্যথা নেই বলে জানান মল্লিকা।
বর্তমানে তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকে। কিন্তু সেই দলে নেই মল্লিকা। তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া পছন্দ করি না। অত্যন্ত অপছন্দ করি। ইন্টারনেটেও আমি নেই। মনে হয়, সেখানে প্রচুর নেতিবাচকতা রয়েছে।’
রজত কাপুরের ‘আরকে/আরকে’ সিনেমায় মল্লিকা সর্বশেষ অভিনয় করেছেন। তিনি ছাড়াও সিনেমাটিতে আছেন— রজত কাপুর, কুবরা সাইত, রণবীর শোরে, মনু ঋষি চাড্ডা, চন্দ্রচূর রাই, অভিজিৎ দেশপান্ডে, অভিষেক শর্মা, গ্রেস গিরধর, এবং বৈশালী মালহারা। গত ২২ জুলাই সিনেমাটি মুক্তি পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।