ওয়াই-ফাই নেটওয়ার্ক সুরক্ষিত রাখার মূল উদ্দেশ্য হলো অননুমোদিত ব্যবহার ঠেকানো এবং ব্যান্ডউইথ সুরক্ষা করা। বিশেষ করে পাবলিক হটস্পট কিংবা ঘরোয়া নেটওয়ার্কে নিরাপত্তা না থাকলে নানা ঝুঁকি তৈরি হয়। কিন্তু কখনো কখনো নিজেরই নেটওয়ার্কে ঢুকতে না পারা বড় সমস্যায় পরিণত হয়।

প্রযুক্তিবিষয়ক বিশেষজ্ঞদের মতে, যদি কোনও ডিভাইসে আগে থেকেই সেই ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে সিস্টেমের ভেতর সংরক্ষিত তথ্য থেকে পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যায়। উইন্ডোজ বা ম্যাক কম্পিউটার সাধারণত পূর্বে সংযুক্ত নেটওয়ার্কগুলোর তথ্য সংরক্ষণ করে রাখে। সেগুলো থেকে পাসওয়ার্ড দেখা সম্ভব যদি ব্যবহারকারী নিজে থেকে নেটওয়ার্ক ‘ফরগেট’ না করে থাকেন।
তবে যদি নেটওয়ার্কে আগে কখনো সংযুক্ত না হয়ে থাকেন বা সব তথ্য মুছে যায়, তখন আরেকটি উপায় হলো রাউটার সেটিংস পরীক্ষা করা। অনেক সময় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) সরবরাহ করা রাউটারের গায়ে নেটওয়ার্কের নাম ও ডিফল্ট পাসওয়ার্ড লেখা থাকে। সেটি আগে দেখে নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
সবশেষ উপায় হিসেবে রাউটার রিসেট করার কথা বলা হয়। রাউটারের পেছনে থাকা ছোট রিসেট বাটন কয়েক সেকেন্ড চেপে ধরলে সেটি ফ্যাক্টরি সেটিংসে ফিরে যায়। এতে পুরোনো পাসওয়ার্ড মুছে গিয়ে নতুন করে নেটওয়ার্ক সেটআপ করা যায়। তবে এতে আগের সব কনফিগারেশন মুছে যায়, তাই এটি একেবারে শেষ বিকল্প হিসেবেই বিবেচনা করা উচিত।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অনুমতি ছাড়া অন্যের ওয়াই-ফাই নেটওয়ার্কে প্রবেশ করা আইনত দণ্ডনীয় হতে পারে। তাই কেবল নিজের নেটওয়ার্ক বা বৈধ অনুমতি থাকা সংযোগের ক্ষেত্রেই এসব পদ্ধতি ব্যবহার করা উচিত। সব মিলিয়ে, ওয়াই-ফাই পাসওয়ার্ড ভুলে গেলেও আতঙ্কের কিছু নেই। একটু ধৈর্য আর সঠিক উপায়ে চেষ্টা করলেই সমাধান মিলতে পারে।
সূত্র: পিসিম্যাক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


