ডেইলি মেইলের সঙ্গে আলাপকালে নিউইয়র্কের খ্যাতনামা প্লাস্টিক সার্জন ড. ইলি লেভিন জানান, রোনালদো হয়তো একাধিক সার্জারির মাধ্যমে তার তারুণ্য ধরে রেখেছেন। যদিও তিনি সরাসরি রোনালদোর চিকিৎসক নন, তবুও চেহারার পরিবর্তন বিশ্লেষণ করে এ ধারণা দিয়েছেন।
ড. লেভিনের মতে, রোনালদো নাকের আকার বদলাতে রাইনোপ্লাস্টি (নোজ জব) করিয়ে থাকতে পারেন। এতে নাকের হাড় ভেঙে নতুনভাবে সাজানো হয়।
এছাড়া ক্যারিয়ারের শুরুতে তিনি নিজেই স্বীকার করেছিলেন যে, দাঁতের সৌন্দর্য বাড়াতে করেছেন অর্থোডন্টিক চিকিৎসা। এর সঙ্গে রয়েছে দাঁতে ভিনিয়ার্স লাগানো, যাতে দাঁত আরও সাদা ও সোজা দেখায়।
ড. লেভিনের ধারণা, রোনালদো হয়তো উপরের মাড়ির আকার ছোট করার সার্জারিও করিয়েছেন। ফলে হাসির সময় দাঁত আরও সুন্দরভাবে ফুটে ওঠে।
শুধু রোনালদোই নন, আমেরিকান ফুটবলের তারকা টম ব্রেডিও বয়সের তুলনায় তরুণ দেখান। তবে লেভিনের মতে, পার্থক্য হলো—রোনালদো ধীরে ধীরে এবং নিয়মিত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিজের চেহারা গড়ে তুলেছেন। আর ব্রেডি অল্প সময়ে একসঙ্গে একাধিক সার্জারি করিয়েছেন, যার ফলে তার চেহারায় কিছুটা অপ্রাকৃতিক ভাব এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।